আমিন বিল্লাল, সুইডেন থেকে: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদল সুইডেন শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুইডেন এর প্রাণকেন্দ্র ষ্টোকহমে সুইডেন যুবদলের সভাপতি আমিন বিল্লালের সভাপতিত্বে যুবদল নেতা সাকিব হাসানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ছাত্রদল সভাপতি আশরাফ চৌধুরী মাসুদুল হক হিমু, আপ্তাব আলী শাওন, জসিম উদ্দিন, সায়মন, আরিফ, কামাল হোসেন, জাহিদ, লিটন সরকার, আফজল, ফেরদৌস, শুভ, আবুল হোসেন।
সভায় বক্তারা বলেন, দেশে আজ গণতন্ত্র নেই। দেশে গণতন্ত্র ফেরাতে বিভেদ ভুলে জনগণ, রাজনৈতিক দল এবং গণতন্ত্রপ্রেমীদের ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরো বলেন, স্বাধীনতার ৪৪ বছর পরও আমাদের গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে হচ্ছে। এখন মানুষের কোনো নিরাপত্তা নেই। মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। দেশের অর্থনীতিকে বর্গীর মতো লুট করা হচ্ছে। এই দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে আমরা স্বাধীনতা দিবস পালন করছি।
নেতারা বলেন, ‘সত্যিকার অর্থেই একটি স্বাধীন দেশ গড়ে তুলতে এবং গণতন্ত্রের জন্য মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো। কিন্তু এখন সেই গণতন্ত্র নেই। সেজন্য গণতন্ত্র এবং ভোটাধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হতে হবে।’
২৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস