রবিবার, ২৭ মার্চ, ২০১৬, ০৪:৫১:১৫

স্ত্রীকে বাঁচাতে গিয়ে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি খুন

স্ত্রীকে বাঁচাতে গিয়ে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি খুন

প্রবাস ডেস্ক : স্ত্রীকে বাচাঁতে গিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছেন এক বাংলাদেশি।  বাংলাদেশি ওয়াসি আহমেদ ও তার স্ত্রী একসাথে একটি দোকানে কাজ করার সময় দুর্বৃত্তের কবলে পড়েন।  স্ত্রীকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন তার স্বামী ওয়াসি।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, লস অ্যাঞ্জেলেস শহরের সান ফার্নান্দো ভ্যালি এলাকায় একটি সেভেন-ইলেভেন স্টোরে গত শুক্রবার সকালের শিফটে ওয়াসি আহমেদ (৪৮) ও তার স্ত্রী ল্যাগরিমা পোলিনা লোপেজ কাজ করছিলেন।

হঠাৎ এক যুবক স্টোরে ঢুকে একটি বিয়ারের বোতল এবং হটডগ নিয়ে বিল পরিশোধ না করেই দোকান থেকে পালানোর চেষ্টা করে।  এ সময় ওয়াসিমের স্ত্রী লোপেজ তার গতিরোধের চেষ্টা করেন।  

দুর্বৃত্তকে অনুসরণ করে দোকানের বাইরে পার্কিং লটে যাবার পর উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।  একপর্যায়ে দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়।  এ অবস্থা দেখে দোকান থেকে বেরিয়ে এসে ওয়াসি তার স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করেন।  

এ সময় ওই যুবকটি ধারালো অস্ত্র দিয়ে ওয়াসির দেহে উপর্যুপরি আঘাত করতে থাকে।  একপর্যায়ে স্বামী-স্ত্রী উভয়েই আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।  অবস্থা বেগতিক দেখে ওই দুর্বৃত্ত পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওয়াসি ও তার স্ত্রীকে নিকটস্থ হাসপাতালে পাঠালে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।  লোপেজের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

দোকানের সার্ভিলেন্স ক্যামেরা পরীক্ষার পর টহল পুলিশ দুর্বৃত্তকে আটক করেছে বলে  স্থানীয় বাংলাদেশি কমিউনিটির এক সূত্রে জানা গেছে।  লোপেজ ওয়াসিমের দ্বিতীয় স্ত্রী বলে জানা গেছে।

নিউইয়র্কে তার প্রথম স্ত্রী ও পুত্র রয়েছেন।  খবর পেয়ে তারা লস অ্যাঞ্জেলেসে আসেন।  ওয়াসিমের মৃত্যুতে লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশি কমিউনিটিতে  শোকের ছায়া নেমে এসেছে।  

নিহত ওয়াসিমের লাশ লস অ্যাঞ্জেলেসেই দাফন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশি কমিউনিটি নেতারা।
২৭ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে