তায়েবুর রহমান, নিউ ইয়র্ক থেকে: এখন থেকে প্রত্যেক বছর অনেক বড় আকারে এবং নানান কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হবে বীর মুক্তিযোদ্ধা এবং গণসংগীত শিল্পী মাহবুবুল হায়দার মোহনের প্রয়ান দিবস। যুক্তরাষ্ট্র থেকে বাংলায় প্রচারিত সবচেয়ে পুরোন এবং খ্যাতনামা বাংলা টিভি নিউ ইয়র্ক এর পক্ষ থেকে সিইও মীর শিবলী ২৩ মার্চ এখানে আয়োজিত এক বিশেষ স্মরণ সভায় ঘোষণা করেন এখন থেকে প্রতি বছর ‘মুক্তিযোদ্ধা মোহন মেলা’ আয়োজনের কথা। অনুষ্ঠানে উপস্থিত প্রবাসের বিশিষ্টজনরা এই অনন্য প্রস্তাবের প্রতি তাৎক্ষনিক সমর্থন জানান এবং মোহন মেলাকে সার্বিক ভাবে সফল করে তোলার জন্যে আন্তরিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। মেলার পাশাপাশি জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় মুক্তিযোদ্ধা এবং গণসংগীত শিল্পী মোহনের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা এবং গণসংগীত উৎসব আয়োজনের প্রস্তাব ও আনা হয়। এ ছাড়া শিল্পী মোহনের স্মৃতিতে বাংলাদেশে মেধাবী ছাত্রদের জন্যে বৃত্তি প্রদানের কথাও ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে আলোচকরা বলেন, মন্ত্রী হওয়া যায়, বড় ব্যবসায়ী হওয়া যায় কিন্তু একজন মুক্তিযোদ্ধা হওয়া যায়না। মাহবুবুল হায়দার মোহন দেশের মুক্তি সংগ্রামে যে অবদান রেখেছেন তার যথাযথ স্বীকৃতি রাষ্ট্রের পক্ষ থেকে এখনো মেলেনি। যদিও মুক্তিযোদ্ধা মোহনের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেন, শহীদ মিনারে, ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে এবং কুমিল্লায় তাঁর একাধিক জানাজা হয় এবং রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়। জীবনের শেষ দিন পর্যন্ত ঘাতক দালালের বিচারের দাবি, সকল অনিয়ম এর বিরুদ্ধে এবং শুদ্ধ সংস্কৃতির চর্চায় অসামান্য অবদান রেখে গেছেন ক্রান্তি শিল্পী গোষ্ঠীর সভাপতি এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নেতা হিসেবে। তিনি বাংলাদেশ গণসংগীত শিল্পী ফেডারেশনের ও প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন।
মাহবুবুল হায়দার মোহনের চতুর্থ প্রয়ান দিবস উপলক্ষে জ্যাকসন হাইটসের ইত্যাদি ফূড কোর্টে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে সভাপতির আসনে ছিলেন পরম শ্রদ্ধেয় সংগীত গুরু মুত্তালিব বিশ্বাস স্মৃতিচারণে অন্যান্যের ভেতর অংশ গ্রহন করেন সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান, সংগীত শিক্ষক এবং বিটিভির সাবেক সংগীত প্রযোজক তোফাজ্জল হোসেন, মোহাম্মদ এন মজুমদার , শরাফ সরকার, শিল্পী কাবেরি দাশ, ছড়াকার মনজুর কাদের, প্রফেসর হোসনে আরা বেগম, বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান, এনা সম্পাদক মিজানুর রহমান, জনপ্রিষ কণ্ঠশিল্পী শাহ মাহবুব, প্রবাস সম্পাদক মোহাম্মদ সাইয়িদ ,সাপ্তাহিক এর যুক্তরাষ্ট্র প্রতিনিধি নিহার সিদ্দিকি, রাজনীতিবিদ জাকারিয়া চৌধুরী, মূলধারার অভিনেতা ও সাবেক ক্রিকেটার তৈয়বুর রহমান তৈয়ব টনি, বিশ্ব সাহিত্য কেন্দ্রের আশরাফুল হাসান বুলবুল সাউথ এশিয়ান মিউজিক সোসাইটির বব দেবাশিস দাস,শিল্পী শিরিন রহমান,সাহিত্য একাডেমীর মোশাররফ হোসেন ও রিয়েল এস্টেট ব্যাবসায়ী জাকির খান। মিনহাজ আহমেদ শাম্মুর পরিচালনায় এই স্মরণ সভার শুরুতে সবাইকে স্বাগত জানান প্রয়াত মুক্তিযোদ্ধার ছোট ভাই সাংবাদিক আকবর খায়দার হরিন। দোয়া পরিচালনা করেন মাওলানা কাজী কাইউম। অনুষ্ঠানের চমৎকার ব্যাকড্রপ ডিজাইন করেন শিল্পী জাহেদ শরিফ।
বিশিষ্ট সাংবাদিক আবিদ রহমানের সার্বিক তত্তাবধানে আয়োজিত এই স্মরণ সভায় উপস্থিতদের ভেতর আরও ছিলেন প্রখ্যাত সাংবাদিক মনির হায়দার, বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার রুনি ,আমেরিকা বাংলাদেশ উইমেনএসোসিয়েশন এর প্রেসিডেন্ট রেক্সোনা মজুমদার ও সম্পাদক মাক্সুদা আহমেদ, বিশিস্ট আবৃত্তিকার মিথুন আহমেদ, জাকির হোসেন আরজু, মুমু আনসারী ও গোপন সাহা, কম্যুনিটি নেতা ফারুক মজুমদার, মুল্ধারার প্রতিনিধি এলিজাবেথ অরটিজ সহ আরো অনেকে। সভাপতির ভাষণে সংগীত গুরু মুত্তালিব বিশ্বাস ক্রান্তি শিল্পী গোষ্ঠী এবং মাহবুবুল হায়দার মোহনের সাথে তাঁর দীর্ঘ জানাশোনার গল্প শোনান। গণসংগীত এর ধারা এবং প্রভাব সম্পর্কেও তিনি আলোকপাত করেন। শিল্পী শাহ মাহবুব এবং ছড়াকার মনজুর কাদের ক্রান্তি শিল্পী গোষ্ঠীর সদস্য থাকাকালে মাহবুবুল হায়দার মোহনের আত্মত্যাগ এবং ঐকান্তিকতার গল্প শোনান। স্মরণ সভার পক্ষ থেকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের বর্তমান সরকারের প্রতি মাহবুবুল হায়দার মোহনকে মরনোত্তর স্বাধীনতা পদক প্রদানের আহবান জানান হয়।
২৯ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস