শামছুজ্জামান নাঈম, মালয়েশিয়া থেকে: ৪৫তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কূটনীতিকদের সম্মানে বিশেষ নৈশভোজের আয়োজন করে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
সোমবার রাজধানী কুয়ালালামপুরে রেনেসাঁ হোটেলের বলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে দেশ বিদেশের কূটনীতিক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও বাংলাদেশ কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মাহবুবা কাদেরের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শহিদুল ইসলাম।
বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হয় মুল অনুষ্ঠান। পরে নৈশভোজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশের হাইকমিশনার মো. শহীদুল ইসলাম ও মালয়েশিয়া একজন স্বনামধন্য দাতু।
অনুষ্ঠান চলাকালীন সময়ে বলরুমের স্কীনে দেখানো হয় বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য দিয়ে তৈরি প্রামান্য চিত্র।
বিদেশী কূটনীতিবিদদের সম্মান জানাতে বাংলাদেশ হাইকমিশনের কর্মকতাদের পাশাপাশি এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নৈশভোজের মাঝে হাইকমিশনার মো. শহিদুল ইসলাম বিদেশী কূটনীতিক ও কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গে করমর্দন, কুশল বিনিময় ও ফটোসেশনে অংশ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার ফয়সাল আহমেদ, লেবার কন্স্যুলার সায়েদুল ইসলাম মুকুল, প্রথম সচীব এসকে শাহীন, দ্বিতীয় সচীব মুসরাত জেবীন, রাজনৈতিক সচীব কন্স্যুলার রইছ হাসান সারোওয়ার, কমার্শিয়াল উইং ধনঞ্জয় কুমার দাস, শাহিদা সুলতানা, বাংলাদেশ বিমানের কান্ট্রি মেনেজার মোহাম্মদ সালাউদ্দিন ও মালয়েশিয়া বাংলা ভাষা শিক্ষা প্রতিষ্ঠান রেড এন্ড গ্রীন এর পরিচালক সারাহ তানভী।
২৯ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস