সোমবার, ০৪ এপ্রিল, ২০১৬, ০৫:০৩:৪৯

তুরস্কে পাঠানো অভিবাসীদের অনেকেই বাংলাদেশি

তুরস্কে পাঠানো অভিবাসীদের অনেকেই বাংলাদেশি

প্রবাস ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্কের মধ্যে চুক্তি অনুযায়ী অভিবাসীদের ফেরত পাঠানো শুরু হয়েছে। একটি জাহাজ গ্রীসের লেসবস থেকে তুরস্কের দিকিলি পৌঁছেছে। জাহাজটিতে ১৩০ জনের মতো অভিবাসী রয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

তবে জাহাজের অভিবাসীদের মধ্যে অনেক বাংলাদেশিও রয়েছে বলে জানাচ্ছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।

লেসবস থেকে সংস্থাটির কর্মী ইভা কসে জানিয়েছেন, ইউরোপীয় সংবাদ সংস্থা ফ্রনটেক্সের তথ্য মতে ঐ জাহাজে যারা রয়েছেন তারা মূলত বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকা ও মরক্কোর নাগরিক।

আর যাদের ঘিরে এই চুক্তি হয়েছিলো সেই সিরিয় নাগরিক রয়েছে মোটে দু'জন। সিরিয়ান ছাড়া অন্য সবাইকে এখন একটি ক্যাম্পে রাখা হবে এবং পরে দেশে ফেরত পাঠিয়ে দেয়া হবে। যার মধ্যে সে সব বাংলাদেশীরাও থাকবে।

সিরিয়া সহ কয়েকটি আফ্রিকান দেশ থেকে ইউরোপে সব অভিবাসীরা আসছেন বলা হয় তাদের প্রবেশপথ তুরস্ক হয়ে সমুদ্রপথে গ্রীস। তার পর সেখান থেকে ইউরোপের অন্য কোথাও।

সেই স্রোত ঠেকাতে কয়েক সপ্তাহ আগে চুক্তি করে ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্ক। ওদিকে আজই বাংলাদেশে সফরে এসে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়নের একটি ডেলিগেশন।

বাংলাদেশ থেকে যাওয়া এধরনের অভিবাসীদের নিয়ে তারা কথা বলবেন বলে জানা যাচ্ছে।
৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে