মঙ্গলবার, ০৫ এপ্রিল, ২০১৬, ১০:০৭:০৮

সুইডেনের পাসপোর্ট বিশ্বের সেরা, ফিনল্যান্ড দ্বিতীয়

সুইডেনের পাসপোর্ট বিশ্বের সেরা, ফিনল্যান্ড দ্বিতীয়

জামান সরকার, হেলসিংকি থেকে: ভিসা মুক্ত পাসপোর্টে কতগুলো দেশে ঢোকা যায় তা দেখে বোঝা যায় বিশ্বমঞ্চে কোন দেশের কতটা গুরুত্ব।

আপনি কোন দেশে পাসপোর্ট বহন করছেন  তার উপর কিন্তু নির্ভর করছে অনেক কিছুই, মানে আপনার নাগরিকত্বের জোর কতটা।

আন্তর্জাতিক ভ্রমণ ওয়েবসাইট গোইউরো-এর এক গবেষনায় উঠে এসেছে বিশ্বের চালচিত্রে সেরা ও খারাপ অবস্থানে থাকা কয়েকটি দেশের পাসপোর্টের গুরুত্ব।

বিনা ভিসায় দেশ ভ্রমণের হিসেবে সেরা পাসপোর্ট দেশ সুইডেনের।  পকেটে সুইডেনের পাসোপোর্ট থাকলে বিনা ভিসায় মোট ১৭৪টি দেশে যাওয়া যায়। ৪০ ইউরোতে মেলে সুইডিশ পাসপোর্ট।  

ফিনল্যান্ডের পাসপোর্টে মোট ১৭৪টি দেশে ভিসা মুক্ত প্রবেশাধিকার থাকলেও ফিনিশদের ৪৮ ইউরো ফি দিতে হয়। পাসপোর্টের ফি সুইডেনের সাথে ৮ ইউরোর ব্যাবধান থাকায় ফিনল্যান্ড গোইউরোর সামগ্রিক রেটিংএ নেমে এসেছে দ্বিতীয় স্থানে।

জার্মান, ব্রিটিশ ও আমেরিকান পাসপোর্টেও বিনা ভিসায় ১৭৪ দেশ ভ্রমন করা যায়।

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে পাসপোর্টের ফি পৃথিবীর সবচেয়ে কম, মাত্র ১৩ ইউরোতে তা পাওয়া যায়।

এদিকে, পাসপোর্টের জন্য সবচেয়ে ব্যয়বহুল দেশ তুরস্ক, ২৩৬ ইউরো পরিশোধ করতে একটি পাসপোর্ট বানানোর পেছনে । ন্যূনতম আয়ের মানুষ ৯৫ ঘণ্টা কাজের বিনিময়ে যে অর্থ উপার্জন করে তার পুরোটাই যাবে পাসপোর্টের পেছনে।
পাসপোর্টে এই রেটিং এর তালিকায় সবচেয়ে নীচে আছে সন্ত্রাসদীর্ণ আফগানিস্তান। আফগানিস্তান পাসপোর্টে ভিসা ছাড়া মোটে ২৮টি দেশে যাওয়ার অনুমতি রয়েছে। আর পাসপোর্ট পেতে ফি দিতে হয় প্রায় ১০০ ইউরো।
সেরা ২০টি দেশের পাসপোর্ট: ১) সুইডেন ২) ফিনল্যান্ড ৩) জার্মান ৪) যুক্তরাজ্য ৫) যুক্তরাষ্ট্র ৬) ডেনমার্ক ৭) কানাডা ৮)  স্পেন ৯) বেলজিয়াম ১০) নেদারল্যান্ড ১১) ফ্রান্স ১২)পর্তূগাল ১৩) জাপান  ১৪) ইতালী ১৫) নরওয়ে ১৬) অষ্ট্রিয়া ১৭) আয়ারল্যান্ড ১৮) সিঙ্গাপুর ১৯) সুইজারল্যান্ড ২০) নিউজিল্যান্ড।
৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে