ওয়াসীম আকরাম (লেবানন) থেকে: ৩ই এপ্রিল ২০১৬ইং রোজ রবিবার লেবাননের রাজধানী বৈরুত এর পার্শ্ববর্তী এলাকা আইন ইল রোমানী মাদ্রাসায় ফেরে বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখা "২৬শে মার্চ" মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন হয়।
বাংলাদেশ আওয়ামীলীগ লেবানন শাখার সভাপতি জসিম উদ্দিন (সাজু) এর সভাপতিত্বে সাধারন সম্পাদক তফন ভৌমিক পরিচালনায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দুতাবাসের মান্যবর রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ীক ও রাজনীতিবিদ মো: সারোয়ার হোসেন, হাজ্বী আলা উদ্দিন, মো: বাবুল মুন্সী, ইসমাইল চৌধুরী, মো: আশফাক তালুকদার,কাউছার আলম (জনি), মো: জয়নাল আবদীন, মো: জালাল উদ্দিন,মো: শেখ ফরিদ ও ইস্কান্দর মোল্লা।
কোরআন থেকে তেলওয়াত ও স্বকণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্টানের শুরু হয়।
আওয়ামী লীগ লেবানন শাখার সহ সভাপতি জুলহাস মিয়া তার বক্তব্যে প্রবাসী বাংলাদেশীদের নানান সমস্যা উল্লেখ করে মান্যবর রাষ্ট্রদুতের দৃষ্টি আকর্ষনের জন্য বলেন,বর্তমানে প্রায় এক লক্ষ ত্রিশ হাজার প্রবাসী বাংলাদেশী এখানে কর্ম নিয়া বসবাস করিতেছে।বিভিন্ন দেশ হইতে বাইরোড় হয়ে প্রায় ২০% লোক অবৈধভাবে ডুকে এখানে কাগজ-পত্রের নানান সমস্যায় আছেন।এই অবৈধ বাংলাদেশীদেরকে বৈধ করে বাংলাদেশের উন্নয়ন আরও ভুমিকা রাখবে বলে রাষ্ট্রদুতের দৃষ্টি আকর্ষনের সবিনয় অনুরোধ জানান।
স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রধান অতিথি বাংলাদেশ দুতাবাসের রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার তার বক্তব্যে, স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ইতিহাস আলোচনা করে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুরকে শ্রদ্ধার সাথে স্মরন করে সকল শহীদদের আত্ন্যার মাগফেরাত কামনা করেন।এবং ২৬শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস বাংলাদেশ দুতাবাস কর্তৃক আয়োজিত সভায় প্রবাসী বাংলাদেশীদের অবৈধ যারা আছেন তাদের স্বাক্ষরতা গ্রহনের যেই কর্মসুচী হাতে নিয়াছেন তার বিস্তারিত পুর্নাঙ্গভাবে সবাইকে বুঝিয়ে বলেন। যারা এখানে কর্ম নিয়া আসার পর মালিকের নির্যাতন সহ নানাবিদ সমস্যায় কাগজ-পত্র করতে পারে নাই। তারা যদি দেশে যাইতে চায় তার জন্য দুতাবাস স্বাক্ষর কর্মসুচী হাতে নিয়াছে।এই স্বাক্ষরে অনেক জন ভয় করতেছেন উল্লেখ করে তিনি বলেন ভয়ের কোন কারন নেই।দুতাবাস সর্বদা সাহায্য সহযোগিতায় ছিল এবং থাকবে।তিনি সবাইকে দুতাবাসকে সহযোগিতার আহবান জানান বলেন আপনারা যারা দেশে যাওয়ার আগ্রহী তারা যেন সঠিক নাম,ঠিকানাটা লিখে ফ্রেমটা জমা করেন।এতে যারা যতবেশী সঠিক তথ্য দিবেন সে ততবেশী উপকৃত হবেন।
সভাপতি জসিম উদ্দিন সাজু সমাপনী বক্তব্যে লেবানন প্রত্যেক এলাকা থেকে আগত বাংলাদেশ আওয়ামী লীগ সহ সামাজিক সংগঠন বি-বাডিয়া প্রবাসী লেবানন নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
৫ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/কামাল/প্রতিনিধি/এইচএস/কেএস