শনিবার, ০৯ এপ্রিল, ২০১৬, ০৫:২৩:২১

যেসব পদে বাংলাদেশ থেকে লোক নেবে অস্ট্রেলিয়া

যেসব পদে বাংলাদেশ থেকে লোক নেবে অস্ট্রেলিয়া

প্রবাস ডেস্ক : বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় সরকারিভাবে সীমিত পরিসরে দক্ষ জনশক্তি রপ্তানি শুরু হচ্ছে।  এ কথা গণমাধ্যমকে জানিয়েছেন রাজধানী ক্যানবেরাতে দায়িত্বরত বাংলাদেশ হাইকমিশনার কাজী ইমতিয়াজ হোসেন।

চলতি বছরের যেকোনো সময় লোক নেয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে।  ৭ এপ্রিল বৃহস্পতিবার একটি গণমাধ্যমের প্রতিবেদকের সাথে একান্ত আলাপচারিতায় হাইকমিশনার কাজী ইমতিয়াজ হোসেন জানান, এরই মধ্যে ঢাকায় সিলেকশন প্রক্রিয়া শুরু করা হয়েছে।  

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি কয়েক মাস আগে দ্বিপাক্ষিক সফরে অস্ট্রেলিয়ায় আসেন এবং অস্ট্রেলিয় কর্তৃপক্ষের সাথে তার ফলপ্রসূ আলোচনার পরিপ্রেক্ষিতে এবং হাইকমিশনের দীর্ঘ প্রচেষ্টায় নতুন করে লোক নেয়ার দুয়ার উন্মোচিত হয়েছে।  
 
সিনিয়র কূটনীতিক কাজী ইমতিয়াজ হোসেন বলেন, খুব ছোট পরিসরে হলেও ওয়েল্ডার এবং ইলেকট্রিশিয়ানসহ বিশেষ কিছু কাজের জন্য রিকুইজিশন এরই মধ্যে পেয়েছি।  বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে রিক্রুটমেন্টের প্রথম পর্যায়ে সিলেকশনের একটা প্রক্রিয়া শুরু করা হয়েছে।  এ বছরই তার সূচনা হবে।

হাইকমিশনার বলেন, ‘পয়েন্ট অ্যান্ড মেরিট সিস্টেমে স্কিল্ড পর্যায়ে  প্রফেশনালদের আসার প্রক্রিয়া আগে থেকেই চালু ছিল এবং এখনো আছে। তবে অদক্ষ এবং আধাদক্ষদের দক্ষ করে তোলার মধ্যদিয়ে অস্ট্রেলিয়ায় শ্রমবাজারের চাহিদার আলোকে নতুন উদ্যমে কাজ শুরু করা হয়েছে।
 
বাংলাদেশি অধ্যুষিত নগরী সিডনিতে চলতি বছরই পূর্ণাঙ্গ কনস্যুলেট অফিস স্থাপিত হতে যাচ্ছে বলে জানান হাইকমিশনার কাজী ইমতিয়াজ হোসেন। সিডনির পর অন্যান্য শহরেও একই পরিকল্পনা আছে।

হাইকমিশনার কাজী ইমতিয়াজ জানান, অস্ট্রেলীয় ক্রিকেট টিমও অচিরেই বাংলাদেশ সফর করবে।  এ ব্যাপারে আশাব্যঞ্জক অগ্রগতি হয়েছে।
৯ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে