রবিবার, ১০ এপ্রিল, ২০১৬, ০৯:৫২:৪৪

সৌদি প্রবাসীদের জন্য দুঃসংবাদ

সৌদি প্রবাসীদের জন্য দুঃসংবাদ

প্রবাস ডেস্ক : হঠাৎ সৌদি সরকারের ঘোষিত সিদ্ধান্তে বিপাকে পড়েছেন দেশটিতে কর্মরত বাংলাদেশি মোবাইল ব্যবসায়ী ও দোকান কর্মীরা।  যার প্রভাব পড়বে বাংলাদেশে আসা রেমিটেন্সের ওপর।  

বিশ্বে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি।  দেশটিতে রয়েছে ১৫ লাখেরও বেশি বাংলাদেশি, যারা মেধা, দক্ষতা ও শ্রম দিয়ে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন।  

দেশটিতে বিপুল সংখ্যক কর্মী মোবাইল ফোনের দোকানে কাজ করেন।  আবার অনেকে উপার্জন জমিয়ে কিংবা বাংলাদেশ থেকে টাকা নিয়ে নিজেই দিয়ে বসেছেন দোকান।  এসব দোকানে মোবাইল ফোনের পাশাপাশি থাকে মোবাইল সার্ভিসিং, বিকাশ, ব্যালেন্স লোডসহ নানা সুবিধা।

সৌদি নাগরিকের কর্মসংস্থানের লক্ষ্যে আগামী ছয় মাসের মধ্যে (২ সেপ্টেম্বর) সৌদি আরবের মোবাইল ফোন শিল্পকে শতভাগ দেশীয়করণের সিদ্ধান্ত নিয়েছে শ্রম মন্ত্রণালয়।  এ সিদ্ধান্তের কারণে বিপাকে পড়বেন ব্যবসায়ী ও সাধারণ প্রবাসীরাও।  

হঠাৎ এমন সিদ্ধান্তে মুষড়ে পড়েছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।  যারা ছোট কিংবা মাঝারি আকারে মোবাইল ফোনের ব্যবসা করেন তাদের সংখ্যা যেকোনো দেশের চেয়ে বেশি।  এসব দোকানে মোবাইল সার্ভিসিং, বিকাশ, ব্যালেন্স লোডসহ নানা সুবিধাও পাওয়া যায়।  সেপ্টেম্বরের আগে সরকার নিয়ম পরিবর্তন না করলে ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ প্রবাসীরাও বিপাকে পড়বেন।
১০ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে