জামান সরকার, হেলসিংকি থেকেঃ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফিনল্যান্ড শাখা রবিবার (১০ই এপ্রিল) বিকেলে রাজধানী হেলসিংকিতে এক সমাবেশের আয়োজন করে।
ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জুলফিকার আশরাফ সাগরের পরিচালনায় আয়োজিত এসভায় টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান ও সুইডেন বিএনপির প্রধান উপদেষ্টা মহিউদ্দিন আহমেদ জিন্টু।
দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন টেলিকনফারেন্সে ফিনল্যান্ড বিএনপির প্রতিবাদ সভায় বলেন, প্রায়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে কেন মামলা রুজু হচ্ছে জনগণ জানতে চায়। তিনি (খালেদা জিয়া) স্বাধীনতা যুদ্ধ করেছেন এটাই কি তার অপরাধ? মুক্তিযুদ্ধে শেখ হাসিনার কোনও অবদান নেই।
বেগম খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা ও যুদ্ধই করেননি, তিনি আওয়ামী লীগকে রাজনীতি করার পারমিশন দিয়েছেন বলেও মন্তব্য করেন শাহ মোয়াজ্জেম হোসেন।
তিনি প্রশ্ন রাখেন, এর আগে ইয়াহিয়া, আইউব খানেরা এরকম করেও কি ক্ষমতায় থাকতে পেরেছেন? দুনিয়ার কোনও জালেম সরকার কি তা পেরেছে? আপনিও (প্রধানমন্ত্রী) এভাবে ক্ষমতায় থাকতে পারবেন না। এ থেকে মুক্তি দেবেন জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া। তিনি (খালেদা জিয়া) স্বাধীনতা যুদ্ধও করেছেন।
বাংলাদেশ ব্যাংকের রির্জাবের টাকা লোপাট প্রসঙ্গে মোয়াজ্জেম বলেন, সরকারের সহযোগিতা ছাড়া বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি হতে পারে না। চুরি যারা করে সঙ্গে সঙ্গে তাদের মন্ত্রীত্ব চলে যাওয়া উচিৎ। হাসিনা সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে বিদায় করতে হবে।
শাহ মোয়জ্জেম হোসেন আরও বলেন, শেখ হাসিনা পুলিশ বিভাগকে দলীয় অঙ্গ-সংগঠনে পরিণত করেছেন। আরও অনেক প্রতিষ্ঠানকে অঙ্গ সংগঠনে পরিণত করেছেন। দেশের অবস্থা ভয়াবহ। সারা পৃথিবীর মানুষ দেখছেন আপনি (প্রধানমন্ত্রী) কী করছেন। আপনি বিনা ভোটে জবরদখল করে ক্ষমতায় রয়েছেন। হৃত অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে দলের নেতাকর্মীদের খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনতে জিয়ার সৈনিকদের দায়িত্ব নিতে হবে।’
এতে আরো বক্তব্য রাখেন, জামান সরকার, এনামুল হক শিপু, জাহাঙ্গীর আলাম, বদরুম মনির ফেরদৌস, আঃ রশিদ, গাজী সামসুল আলম, আনোয়ার হোসেন, আবুল কালাম আজাদ, তাজুল ইসলাম, সাফাত ঢালী, রাফাত ঢালী, রাজীব, সাগীর ও মিখাইল।
১১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/প্রতিনিধি/এইচএস/কেএস