আবু তাহির, ফ্রান্স থেকে: সকল অপশক্তিকে প্রতিহত করে আগামীতে বাংলাদেশ পূজা উদযাপন প্যারিস ফ্রান্স তার লক্ষে পৌছাবে বলে অভিমত জানিয়ে গত রোববার প্যারিসের লাকর্ণভে প্যারিস বুম্বে রেষ্টুরেন্টে আয়োজিত সাধারন সভায় এ অভিমত ব্যক্ত করেন বক্তারা ।
সংগঠনের সভাপতি রতিশ দেব জ্যোতিষের সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদিকা সুমা দাসের পরিচালনায় এ সাধারণ সভায় বক্তব্য রাখেন উপদেষ্ঠা দিপঙ্কর রায় করুনা, মানিক লাল দাস, অজয় দাস, পরিমল দাস,বিধান দাস, বাসুদেব বনিক , বিভা রানী বিশ্বাস,দুলাল চন্দ ,রাধা দেব । এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সঞ্জয় দেব মন্টু ,গিতন চৌধুরী ,সুবল দেব ,সুমন দেব ,শিল্পী দাস, গোপাল চন্দ্র দে ,এডভোকেট রামেন্দ্র চন্দ, পার্থ দাস,শ্যামল দাস,অঞ্জন আইন,বিপ্লব রায় সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সাধারণ সভায় আরো উপস্তিত ছিলেন সজল দাস ,রজত দেব ,সুজিত দাস ,বিদ্যুত দে ,প্রনয় দে ,প্রকাশ কোমার বিশ্বাস কিশোর, কাঞ্চন চক্রবর্তী ,মনি দাস , আশিস ধর ,অপূর্ব দাস ,শ্যামল দাস ,সুমন চক্রবর্তি ,বিশ্বজিত বৈরাগী ,পিজুস দাস ,অর্চনা রায় ,সন্ধ্যা দাস ,পুস্পিতা বনিক ,সৃষ্টি সরকার , সীমা রায় ,লক্ষী দে ,সর্বাণী দাস ,সিপা চৌধুরী ,বিথী দেবনাথ।
এ সময় বক্তারা আগামীতে পূজা পার্বন পালনে সকলের সহযোগীতা কামনা করেন ও সভাপতির বক্ত্যব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
১২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস