শামছুজ্জামান নাঈম, মালয়েশিয়া থেকে: আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও বৈশাখী উৎসব পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মালয়েশিয়া শাখা।
শনিবার সন্ধ্যায় কুয়ালালামপুরের কোটারায়া কমপ্লেক্সের পুইচিও হল-এ আয়োজন করা হয় এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।
সমাপনী বক্তব্যে মালয়েশিয়া শাখা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বলেন, কেন্দ্রীয় বিএনপির নব গঠিত কমিটির কাছে নতুন বছরে আমাদের প্রত্যাশা- এ কমিটি দেশের সকলকে সঙ্গে নিয়ে গণআন্দোলনের মাধ্যমে হারানো গণতন্ত্রকে ফিরিয়ে আনবে।
তিনি আরও বলেন, সরকারের অব্যাহত ব্যর্থতা ঢাকতেই সাংবাদিক ও কলামনিস্ত শফিক রেহমানকে আটক করা হয়েছে। এ সময় তিনি সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতারের তীব্র নিন্দা ও তাঁর মুক্তি দাবি করেন।
মালয়েশিয়া বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, আমরা যারা গণতন্ত্রের জন্য লড়াই করছি তাদের জীবন যাপন নিরাপদ নয়। আর যারা সরকারের অপকর্ম ও অপশাসনের খবরাখবর লিখেন তারাও নিরাপদ নয়। সরকারের সর্বশেষ নির্যাতনের শিকার হলেন শফিক রেহমান। তাকে গ্রেফতার করা সরকারের চৈতন্য লোপের শামিল।
তিনি আরও আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণার মাধ্যমে যে গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলেন তা আজ নেই। এ অবৈধ সরকার জনগনের মৌলিক অধিকারগুলো চিনিয়ে নিয়েছে। বর্ষবরণ অনুষ্ঠানে আমাদের মা ও বোনরা রাস্তায় বের হলে নিরাপদে ঘরে ফিরে আসার গ্যারান্টি নেই।
বর্ণাঢ্য এ আয়োজনে বর্ষবরণের নানান গান ও ফ্যাশন শো পরিবেশন করে বাংলাদেশ কালচারাল সেন্টারের শিল্পীরা। শুরুতে জাতীয় সঙ্গীত ও পরে দলীয় সঙ্গীত পরিবেশনের পর 'এসো হে বৈশাখ' গান শোনান তারা।
অনুষ্ঠানে 'স্বাধীনতার ঘোষক জিয়া' সংকলন স্মারকের মোড়ক উন্মোচন করা হয়।
মালয়েশিয়া শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিনের সঞ্চালনায় মালয়েশিয়া শাখা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপি সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ, সহ সভাপতি গোলাম মোস্তফা, সহ সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, ফজলুল করিম সোহরাব, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল আজিজ মোল্লা, মালয়েশিয়া যুবদলের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক আহমাদ হোসেন সাগর, সেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান রতন তালুকদার, জোহর বারু বিএনপি সভাপতি এম জে আলম, পেনাং বিএনপি সভাপতি মোহাম্মদ এমদাদুল হক, ক্লাং বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, রাওয়াং বিএনপি সভাপতি মোহাম্মদ মানিক হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপির যুগ্ন আহ্বায়ক ও সাবেক কমিশনার মোহাম্মদ আব্দুল কাইয়ুম, সাবেক কমিশনার মির্জা খোকন, মালয়েশিয়া বিএনপি প্রচার সম্পাদক এস এম বশির আলম, দপ্তর সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম রতন, সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান শিশির, যুবদলের সহসভাপতি মঞ্জু খা সহ মালয়েশিয়া বিভিন্ন প্রদেশ থেকে আসা বিএনপি নেতৃবৃন্দ।
১৭ এপ্রিল,২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস