রবিবার, ১৭ এপ্রিল, ২০১৬, ১১:৩৪:০৬

‘সাহিত্যে সিঙ্গাপুরের ইতিহাস’ বইয়ে বাংলাদেশি শরীফের কবিতা

‘সাহিত্যে সিঙ্গাপুরের ইতিহাস’ বইয়ে বাংলাদেশি শরীফের কবিতা

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু, সিঙ্গাপুর থেকে: নাম তার শরিফ উদ্দিন। ছোট বেলা থেকেই লিখেন। জীবিকার টানে সিঙ্গাপুর আসেন ২০০৮ সালে।লেখার জগতে কিছুটা ভাতা পড়ে।   সময় চোখে পড়ে সিঙ্গাপুর থেকে প্রকাশিত   বাংলা পত্রিকা বাংলার কন্ঠ। দেখতে পান "লেখা আহবান ".ব্যাস আর থামেনি কলম। নিয়মিত কবিতা গল্প লিখেন বাংলার কন্ঠে। বাংলার  ঐতিহাসিক কবিতা প্রতিযোগিতার আয়োজন ন্যাশনাল লাইব্রেরিতে অংশ নেন দশ জন কবির এক জন হয়ে.তার লেখা "শ্রমিকের পথ চলা" প্রশংসিত হয়.২০১৪ ইং তে সিঙ্গাপুরের জনপ্রিয় ‘অভিবাসী শ্রমিকের কবিতা প্রতিযোগিতায় ‘  প্রতিভাবান এই সহিত্যপ্রেমির  ২০১৫ এর ১৯শে মার্চ BBC তে প্রকাশিত হয় একটি  সাক্ষাতকার।

২০১৩ এর ৮ই ডিসেম্বর ভেলু নামের এক ইন্ডিয়ান শ্রমিক গাড়ি চাপায় নিহত হয়, যাকে কেন্দ্র করে লিটল ইন্ডিয়া রায়ট সংগঠিত হয়েছিল। বাংলার কন্ঠ সম্পাদক এ কে  মোহসীন সাহেবের কাছে ইমেইল আসে লিটল ইন্ডিয়া রায়টের উপর একটি লেখা চাই তাদের বাংলাদেশীদের পক্ষ থেকে। সম্পাদক ,শরীফকে বললেন লেখার জন্যে। শ্রমজীবি কথা সাহিত্যিক ,কবি শরিফ  লিখলেন,বাংলায় লিখলেন ‘ভেলু এবং ইতিহাস’  নামের কবিতা, যার ইংরেজি ভাবানুবাদ করেছেন ভ্রমণ সাহিত্যিক শিভাজী দাস।

১৫ই এপ্রিল সিঙ্গাপুরের ২০ লেংকক বাহরু এমফি থিয়েটারে সিঙ্গাপুরিয়ান গিউ লাই সুই (Gwee li sui) এর সম্পাদনায় (Written country ;The history of Singapore through literature) "লেখার দেশ ;সাহিত্যে সিঙ্গাপুরের ইতিহাস" শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে, এতে স্থান পেয়েছে সিঙ্গাপুরে কর্মরত বাংলাদেশী শরিফ উদ্দিনের একটি কবিতা। সিঙ্গাপুরের ল্যান্ডমার্ক বুক প্রকাশনী থেকে ইংরেজিতে প্রকাশিত বইতে সাংবাদিক, প্রফেসর, শিক্ষক, ডাক্তার সহ বিভিন্ন পেশাজীবী চল্লিশ জন সিঙ্গাপুরিয়ানের গল্প, প্রবন্ধ কবিতার মাঝে একমাত্র বিদেশি হিসেবে স্থান পেয়েছে শরিফের কবিতা।

প্রবাসের কঠোর পরিশ্রমের পরে অবসর সময়টুকু তিনি লেখালেখিতে ব্যয় করেন, কবিতা, গল্পের পাশাপাশি তিনি লিখে চলেছেন শ্রমিকের দিনলিপি যা নিয়মিত প্রকাশ হচ্ছে,  সিঙ্গাপুরের বাংলা পত্রিকা বাংলার কন্ঠে।ইতিহাস সমৃদ্ধ বইটিতে তার কবিতা স্থান পাওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন,বাংলার কন্ঠের প্রতি।
বর্তমানে তিনি বাংলার কন্ঠ সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক  ও বাংলাদেশের আলোচিত সাহিত্য সংগঠন বাংলাদেশ কবি সভা বাকস্ সিঙ্গাপুর শাখার সভাপতি।
বাংলাদেশী হিসাবে প্রবাসের মাটিতে বাংলা সংস্কৃতি বিকাশে এটি একটি মাইল ফলক,শরিফ উদ্দিনের এই প্রতিভা জাগ্রত থাকুক আর বাংলার কন্ঠের মাধ্যমে সাহিত্যের আকাশে জ্বলে উঠুক আরো নতুন তারা।
১৭ এপ্রিল,২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে