মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬, ১১:২৯:৩৮

লেবানন বাংলাদেশ দুতাবাসে "পহেলা বৈশাখ" উদযাপন

লেবানন বাংলাদেশ দুতাবাসে

ওয়াসীম, বৈরুত লেবানন প্রতিনিধি : ১৭ই এপ্রিল ২০১৬ইং রোজ রবিবার লেবাননের রাজধানী বৈরুত বাংলাদেশ দুতাবাস ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়া বাংলা নববর্ষ ১৪২৩ সন পহেলা বৈশাখ উদযাপন করেছে।
         
নববর্ষ উদযাপন অনুষ্টানকে দু,টি পর্বে প্রথমে মুজিবনগর দিবস ও বাংলা নববর্ষ পহেলা বৈশাখ অনুষ্টানে আরম্ভ হয়।
মুজিবনগর দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
পহেলা বৈশাখ লেবানন কর্ম দিবস ছিল বিদায় ১৭ই এপ্রিল অনুষ্টানটি উদযাপন করা হয়।বাংলা নববর্ষ অর্থাৎ পহেলা বৈশাখ উপলক্ষে দুতাবাস হল রুমে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।
এতে বাংলাদেশ কমিউনিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি,বাংলাদেশ আওয়ামী লীগ,সামাজিক সংগঠন বাংলাদেশ বৈরুত এসোসিয়েশন, সুশিল সমাজ প্রবাসী সংগঠন,বি-বাড়িয়া তিতাস  প্রবাসী সংগঠন, প্রবাসী বাংলাদেশীসহ দুতাবাসের কর্মকর্তা -কর্মচারীরা রঙিন শাড়ী ও পাঞ্জাবি পড়ে সপরিবারে অংশ নেন।
    
একক ও সমবেত সংগীত, কবিতা আবৃত্তি ও ক্ষুদে শিশুকিশোরদের নিত্য পরিবেশন করা হয়।
রাষ্ট্রদুত আবদুল মোতালেব সরকার মুজিবনগর দিবস ও নববর্ষের সবাইকে শুভেচ্ছা জানান।তিনি তার বক্তব্যে, মজিব দিবস উপলক্ষে তাৎপর্য উল্লেখ করেন এবং বৈশাখের উওাপ পুরনোকে ভেঙে নতুনকে সৃষ্টি করার প্রতীক উল্লেখ করেন।তিনি আরো বলেন,বাংলাদেশসহ প্রবাসী বাংলাদেশী সবাই নতুন বছরের আরও সুন্দর করে গড়ে তোলার সংকল্প করার এটিই উপযুক্ত সময়।
সাংস্কৃতিক অনুষ্টান শেষে মনোরম পরিবেশে  ইলিশ মাছ ছাড়া বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের মাধ্যমে প্রীতিভোজ আয়োজন করা হয়।
অনুষ্টানে প্রায় তিনশতের অধিক প্রবাসী বাংলাদেশী অংশ নেন।
১৯ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪.কম/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে