প্রবাস ডেস্ক : বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক যায়যায় দিন পত্রিকার সাবেক সম্পাদক শফিক রেহমানের গ্রেপ্তারের প্রতিবাদ জানানোয় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপির এক নেতা।
শফিক রেহমানের মুক্তি দাবিতে নিউ ইয়র্কে সোমবার যুক্তরাষ্ট্র বিএনপির এক সংবাদ সম্মেলনে তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আকতার হোসেন বাদল বলেন, “অশীতিপর সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইমরান সরকার নিজের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির প্রমাণ দিয়েছেন।” এজন্য ইমরানকে অভিনন্দন জানান তিনি।
গত শনিবার শফিক রেহমানের গ্রেপ্তারের পর এক ফেইসবুক পোস্টে এর নিন্দা জানিয়ে সরকারের তীব্র সমালোচনা করেন ইমরান। যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ চক্রান্তের যে অভিযোগ বিএনপিঘনিষ্ঠ এই সাংবাদিকের বিরুদ্ধে আনা হয়েছে তা ‘বায়বীয়’ বলে মন্তব্য করেন তিনি।
এর পরিপ্রেক্ষিতে ইমরানকে ‘সুবিধাবাদী’ ও ‘মিথ্যাবাদী’ আখ্যায়িত করে তাকে বর্জন করার আহ্বান জানান সজীব ওয়াজেদ জয়। ‘বিএনপির কাছ থেকে টাকা নিয়ে’ ইমরান ওই সাংবাদিকের পক্ষ নিয়েছেন কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।
যুক্তরাষ্ট্রে তাকে অপহরণ ষড়যন্ত্রে শফিক রেহমানের ‘সম্পৃক্ততার’ বিষয়ে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট থেকে তথ্য এসেছে বলেও দাবি করেছেন জয়। তবে যুক্তরাষ্ট্র বিএনপির সংবাদ সম্মেলনে বলা হয়, শফিক রেহমানের বিরুদ্ধে যে ষড়যন্ত্রের অভিযোগ করা হচ্ছে তা আদৌ সত্য নয়।
মূল বক্তব্য উপস্থাপনকালে বিএনপি নেতা মোহাম্মদ বশীর বলেন, “সজীব ওয়াজেদ জয়ের ব্যক্তিগত গোপন তথ্য সংগ্রহের চেষ্টায় রিজভী আহমেদ ওরফে সিজার এফবিআইকে ঘুষ দিয়েছিলেন। সিজার এখন সাজা খাটছেন। সেই মামলার কোথাও সাংবাদিক শফিক রেহমানের নাম নেই।
“এছাড়া সিজার বিএনপির কোন পর্যায়েরই সদস্য নন। তার বাবা বিএনপির নেতা। তবুও সিজারকে বিএনপির সাথে জড়ানো হচ্ছে, বিএনপি সম্পর্কে জনমনে নেতিবাচক ধারণা তৈরির অভিপ্রায়ে। সরকারের অপকর্মের বিরুদ্ধে যারাই সোচ্চার হচ্ছেন, তাদেরকেই রোষানলে পড়তে হবে। শফিক রেহমান তার আরেক দৃষ্টান্ত।”
সরকারের ‘অপশাসনের’ বিরুদ্ধে লেখার কারণে শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন বিএনপি নেতা বাদল।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “মাহমুদুর রহমান, শওকত মাহমুদের পর শফিক রেহমানের ওপর আঘাত এলো। অতি সম্প্রতি ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে দেশব্যাপী মামলা দায়েরের তাণ্ডব দেখেছি আমরা। অর্থাৎ সরকারের অপশাসন আর দুঃশাসনের বিরুদ্ধে যারাই কলম চালাচ্ছেন তারাই মামলা-হামলার শিকার হচ্ছেন।
“অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে, ‘গোটা বাংলাদেশকে গোপালগঞ্জ উপজেলা’য় পরিণত করা হয়েছে। পুলিশ, বিচার বিভাগ এবং প্রশাসনিক কর্মকর্তাদের ক্ষমতাসীন দলের রাজনৈতিক স্বার্থ হাসিলের অস্ত্রে পরিণত করা হয়েছে।”
জয় অপহরণ চক্রান্তে শফিক রেহমানের সম্পৃক্ততার যে কথা প্রচার করা হচ্ছে তা খতিয়ে দেখতে এরইমধ্যে যুক্তরাষ্ট্র কংগ্রেসের দুই সদস্যকে অনুরোধ করা হয়েছে বলে জানান বাদল।
“ঢাকাস্থ মার্কিন দূতাবাসেরও দৃষ্টি আকর্ষণ করছি, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের উদ্ধৃতি দিয়ে যে সব কথা বলা হচ্ছে, তার বাস্তবতা যাচাইয়ের জন্য,” বলেণ তিনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে নিউ ইয়র্ক অঙ্গরাজ্য বিএনপির সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, তারেক পরিষদের মহাসচিব জসীমউদ্দিন, আনিসুর রহমান, হুমায়ূন কবীর, মাহবুবুর রহমান শিপু, নাছির মামুন, মোশারফ হোসেন, বেলায়েত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। -বিডিনিউজ
১৯ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস