বুধবার, ২০ এপ্রিল, ২০১৬, ০২:৫৬:০০

জয়কে হত্যার ষড়যন্ত্রকরীদের বিচারের দাবি নিউ ইর্য়ক আ.লীগের

জয়কে হত্যার ষড়যন্ত্রকরীদের বিচারের দাবি নিউ ইর্য়ক আ.লীগের

তায়বুর রহমান টনি, নিউ ইর্য়ক থেকে: বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ও বিতর্কিত সাংবাদিক শফিক রেহমানসহ যারা জাতির জনক বঙ্গবন্ধু’র দৌহিত্র এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার তথ্য বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত, এদের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন নিউ ইর্য়ক প্রবাসী আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আমেরিকায় বসে জয়কে হত্যার ষড়যন্ত্রকারীদের মধ্যে সেখানকার আদালতের বিচারে ইতোপূর্বে কয়েকজনের সাজাও হয়েছে। জয়কে হত্যার অন্যতম পরিকল্পনাকারী সদ্য গ্রেফতার হওয়া সাংবাদিক শফিক রেহমান ‘ষড়যন্ত্রের ঘটনা’ও অকপটে ‘স্বীকার’ করেছেন। এই ‘ষড়যন্ত্রে’র সঙ্গে আরো যারা জড়িত সঠিক তথ্য অনুযায়ী তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে, অন্যতম ‘ষড়যন্ত্রকারী’ শফিক রেহমানসহ সংশ্লিষ্টদের বিচারে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনের নেতারা।

আরো উল্লেখ করা হয় যে, সাম্প্রতিক নিউইয়র্কে আয়োজিত এক সেমিনারে বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা শফিক রেহমান, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা, বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ‘মৃত্যুসংবাদ’ও কামনা করেছিলেন। যা ছিল, শিষ্টাচার বহির্ভূত ও সভ্যতার সীমা লংঘিত ঔদ্ধত্ত্যপূর্ণ উক্তি। কারও ‘মৃত্যুসংবাদ’ও কামনা নিঃসন্দেহে ‘দন্ডনীয় অপরাধ’। এরপর, সে, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য তনয় সজীব ওয়াজেদ জয়কে হত্যার ‘ষড়যন্ত্রে’ জড়িত। অপরাধীর কোন পরিচয় নেই। শফিক রেহমানসহ হত্যার ‘ষড়যন্ত্রে’র সঙ্গে জড়িত দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তিই হবে উপযুক্ত প্রাপ্য ও অনুশোচনা। জয়কে হত্যার অন্যতম পরিকল্পনাকারী শফিক রেহমানের পক্ষে-আজ যারা গুণগান গাইছেন, বিভিন্ন মন্তব্য প্রকাশ করছেন, তাদের প্রতিও তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনের নেতৃবৃন্দ। নিউ ইর্য়ক প্রবাসী ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা এর পক্ষে বিবৃতিতে স্বাক্ষর করেনঃ সাজ্জাদুর রহমান সাজ্জাদ, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, জয়নাল আবেদিন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নূর নবী, আইরিন পারভীন, মহিউদ্দিন দেওয়ান, ,আব্দুল হাছিব মামুন, শিরিন আক্তার দিবা, ড. এম এ বাতেন, তৈয়বুর রহমান টনি, এম এ করিম জাহাঙ্গীর, জাহাঙ্গীর আলম, এ্যাড: মামুনুর রহমা্ন, নূরে আলম চৌধুরী, শামছুল আবেদিন, সোহরাব সরকার, রফিকুল ইসলাম পাটয়ারী, নূর নবী চৌধুরী, আমিনুল ইসলাম কলিন্স, আফসার হোসেন সেন্টু, আলাঊদ্দিন জাহাঙ্গীর, রুহলে চৌধুরী, লুতফুর রহমান সুইট, শিমুল হাসান, ইবনে শাহিন দিলওয়ার, সাইকুল ইসলাম, মাসুদ হোসেন সিরাজী, নূরুল আমিন বাবু, মূশেদা জামান, মুর্শেদা আকতার খান, সেফু রহমান, বিউটি, সাথী, মীনা ইসলাম, ইয়াসমীন, আনোয়ার হুসাইন, ওয়াহীদ কাজী এলিন, হাজী নিজাম, ওয়ালী হোসেন, এ.কে.এম. তরিকুল হায়দার চৌধুরী, জাফর আহমদ, আজিজুর রহমান সাবু, সাইফুল্লা ভূইয়া, মীরু সিকদার, ইছমত হক খোকন, সুব্রত তালুকদার, হাবুল্লা বাহার, কামাল আহমেদ, আবুল কাশেম,  সুব্রত তালুকদার, ফখর উদ্দিন, নাছির উদ্দিন চৌধুরী, আতিকুর রহমান সুজন, একরামুর হক সাবু, স্বপন কর্মকার, ইসমাইল হোসেন স্বপন, মোঃ ওলিউল্লাহ, মোঃ শ্যামল, মঞ্জুরুল আলম বিটি, আসাদুর রহমান ডেনি, সেলিম মাহমুদ, নিপু মিয়া, খন্দকার জাহিদুল ইসলাম, মোঃ সুমন আলী, মোঃ রবিউল ইসলাম প্রমূখ।
২০ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে