বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬, ০৬:৩৭:১৯

সিঙ্গাপুরে বাংলাদেশির মৃত্যুতে প্রতিষ্ঠানকে ১ কোটি ১৭ লাখ টাকা জরিমানা

সিঙ্গাপুরে বাংলাদেশির মৃত্যুতে প্রতিষ্ঠানকে ১ কোটি ১৭ লাখ টাকা জরিমানা

প্রবাস ডেস্ক : জয়নাল শিকদার নামে ২২ বছর বয়সী বাংলাদেশি এক শ্রমিক সিঙ্গাপুরের সিং ওয়া এন্টারপ্রাইজ নামক একটি কোম্পানিতে কর্মরত অবস্থায় মৃত্যু হয়েছে। আর একারণে একটি প্রতিষ্ঠানটিকে দেড় লাখ মার্কিন ডলার (যা ১ ডলার সমান ৭৮.২৭ টাকা হারে বাংলাদেশি টাকায় ১ কোটি ১৭ লাখ ৩৯ হাজার ৮২২ টাকা) জরিমানা করেছে দেশটির আদালত।

সিং ওয়া এন্টারপ্রাইজকে নামের ওই প্রতিষ্ঠানটি মঙ্গলবার সিঙ্গাপুরের আদালতে বাংলাদেশি ওই শ্রমিকের মৃত্যুতে তাদের গাফিলতির কথা স্বীকার করে। কর্মক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় আদালত প্রতিষ্ঠানটিকে ওই টাকা জরিমানা করে।

জয়নাল সিং ওয়া এন্টারপ্রাইজ কোম্পানির হয়ে ২০১২ সালের ১৫ আগস্ট তার দুই সহকর্মীকে নিয়ে সিঙ্গাপুরে তসিবার অফিসে এয়ার কন্ডিশনের কমপ্রেসার মেরামত করতে গিয়েছিলেন। তখন অসাবধানতায় তিনি একটি ভ্যাকুয়াম ক্লিনারের মুখ খোলেন। এতে সেখানে অগ্নি স্ফুলিঙ্গের সৃষ্টি হয়। দাহ্য গ্যাসে আগুন ধরে বিস্ফোরণ ঘটে।

আর এই আগুনের কারণেই মৃত্যু হয় জয়নালের। এ নিয়ে সিঙ্গাপুরের আদালতে কোম্পনিটির বিরুদ্ধে মামলা হয়। গতকাল ২৬ এপ্রিল মঙ্গলবার জয়নালের কোম্পানির পক্ষ থেকে তাদের দোষ স্বীকার করে নেয়াহয়। আর এতে আদালত তাদের উপর এই অর্থদণ্ড দেয়।
২৭ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে