মেহেদী হাসান মুন্না, জার্মান প্রতিনিধি: নেদারল্যান্ডস আওয়ামী লীগের সম্মানিত সহ-সভাপতি জনাব ইসমাইল হোসাইন এর সভাপতিত্বে এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মুরাদ খানের সঞ্চালনায়, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা ষড়যন্ত্রের বিরুদ্ধে নেদারল্যান্ডস আওয়ামী লীগের তীব্র প্রতিবাদ জানিয়ে সভা করেছে ।
অনুষ্ঠানের শুরুতেই মুজিব নগর দিবস কে স্বরণ করে প্রতিবাদ সভায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার পরাজিত শত্রুরা ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ব পরিবার কে হত্যা করে এবং ২০০৪ সালের ২১ আগস্ট বাংলাদেশকে নেতৃত্বশূন্য করার জন্য বঙ্গবন্ধু কন্যার উপর গ্রেনেড হামলা চালানো হয় তারই ধারাবাহিকতায় ডিজিটাল বাংলাদেশের রূপকার সজীব ওয়াজেদ জয়কে হত্যা করার ষড়যন্ত্রে পাকিস্তানের দেশীয় প্রেতাত্তারা দেশে বিদেশে মেতে উঠেছে ।
নেতৃবৃন্দ আরো বলেন, ষড়যন্ত্রকারীরা যেই হোক না কেন তাদেরকে বিচারের কাঠ গড়ায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানান। বক্তারা বলেন, যুক্তরাষ্ট্র বিএনপি-এর সহ-সভাপতির পুত্র সিজার আহমেদ অপহরণের ষড়যন্ত্র মামলায় ৪৪ মাসের সাজা ভোগ করেছে ও এফ বি এই এর সাথে সাংবাদিক শফিক রেহমানের যোগাযোগ ও তার জবানবন্দিই প্রমান করে বিএনপির হাই কমান্ড এই অপহরণ ষড়যন্ত্রের সাথে জড়িত।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, নেদারল্যান্ডস আওয়ামী লীগের সম্মানিত সহ-সভাপতি ইসমাইল হোসাইন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সম্মানিত সহ-সভাপতি নাসিমা ফাল্গুনী, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন তপন, নেদারল্যান্ডস আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুরাদ খান, সহ-প্রচার সম্পাদক সাবেক ছাত্রনেতা নাসিম খান অভি, শিক্ষা বিষয়ক সম্পাদক, ইকরামুল হক পলাশ, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সাবেক ছাত্রনেতা বাবুল মিয়া ও আওয়ামী লীগ সদস্য শফিকুল আলম স্বপন। নেতৃবৃন্দ সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের নির্দেশ অনুযায়ী ইউরোপের বিভিন্ন দেশে সম্মেলন করার ধারাবাহিকতায় নেদারল্যান্ডস আওয়ামী লীগের সম্মেলন ও সাংগঠনিক বিষয়গুলো নিয়েও আলোচনা করেন এবং উপস্থিত সকলেই আশা করছে আগামী সম্মেলন ঐক্যবদ্ধ ভাবে একটি শক্তিশালী কমিটি উপহার দিবে। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন এবং ঐক্যমত পোষণ করেছেন, সহ-সভাপতি নান্টু মৃধা, সহ-সভাপতি টুকু খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মিলন বাচ্চু, দফতর সম্পাদক মাসুদ রহমান, চৌধুরী জামান আনসারী, ফারুক হোসেন, জসিম মিয়া, আসিয়ান মেনন, মোহাম্মদ নোমান, শেখ গিয়াস উদ্দিন রাজু, সৈয়দ ওয়াফি বিন দেলোয়ার, অনি শেখ ও সম্রাট মৃধা প্রমুখ। অনুষ্ঠান শেষে নেদারল্যান্ডস আওয়ামী লীগের সম্মানিত সহ-সভাপতি ও তৎকালীন ১/১১ এর কঠিন সময়ের জননেত্রী শেখ হাসিনার লন্ডন থেকে বাংলাদেশ যাওয়ার সফর সঙ্গী জনাব ইসমাইল হোসাইন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী নেদারল্যান্ডস আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন নিয়ে আলোচনা সভায় সবাইকে উপস্থিত থাকার আহবান জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন।
৩০ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস