সোমবার, ০২ মে, ২০১৬, ০৬:২৯:২৪

মীর আমার মুখে কালি লাগাতে চেয়েছিল : তসলিমা

মীর আমার মুখে কালি লাগাতে চেয়েছিল : তসলিমা

প্রবাস ডেস্ক : বাংলাদেশের নির্বাসিত লেখিকা হঠাৎ কলকাতার মীরাক্কেল খ্যাত জনপ্রিয় কমেডি অভিনেতা মীর আফসার আলীর (মীর) প্রশংসায় পঞ্চমুখ হলেন। স্মৃতিচারণ করলেন ২০০৪ সালে মীরের সাথে প্রথম সাক্ষাতের। এক ফেসবুক পেজে মীরাক্কেলের একটি এপিসোড শেয়ার করে তসলিমা নাসরিন প্রশংসা করেন।

তসলিমা এপিসোড শেয়ার করে লেখেন, মীর আমাকে উৎসর্গ করেছিলেন এপিসোডটা? জানতাম না তো? ৩.১০ মিনিটে! মীর আমার খুব প্রিয়। আজকাল দেখা হয় না ওর অনুষ্ঠান। মীরকে আমি প্রথম দেখি কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে। বোধহয় ২০০৪ সাল তখন। মীর মঞ্চে এসে অনেক জোকস বলছেন, হঠাৎ একসময় আমাকে নিয়ে পদ্য আওড়াতে শুরু করলেন। '...তসলিমা নাসরিন, যার নেই কোনও ঋণ।' মনে আছে এই লাইনটা ছিল সেই পদ্যে।

বাংলাদেশের নির্বাসিত লেখিকা আরো লেখেন, তারপর তো মীরাক্কেলের কিছু এপিসোড দেখা হয়েছে কলকাতায়। একবার আমাকে মীরাক্কেলে ডাকলেন। সাক্ষাৎকার নিলেন। ইমাম বরকতি সবে ফতোয়া দিয়েছেন আমার বিরুদ্ধে। ফতোয়াটি মজার। যে আমার মুখে কালি লাগাতে পারবে, সে বিশ হাজার টাকা পাবে। সাক্ষাৎকারে মীর চুক্তি করতে চাইলেন, আমার মুখে মীর এবং তার বন্ধু বান্ধব এক এক করে কালি লাগাবেন, এতে মাথা পিছু বিশ হাজার করে জুটলে ওদের উপকার হয়। আমি রাজি হলাম। কিছু টাকা তো ইমামের খসুক! মীর ব্রিলিয়ান্ট ছেলে।

২ মে ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে