সোমবার, ০২ মে, ২০১৬, ১২:৩৮:২৯

মে দিবসে বিশেষ ভাতা দাবি মালয়েশিয়া শ্রমিকলীগের

মে দিবসে বিশেষ ভাতা দাবি মালয়েশিয়া শ্রমিকলীগের

শামছুজ্জামান নাঈম, মালয়েশিয়া থেকে: ঈদ ও পহেলা বৈশাখের ন্যায় মহান মে দিবসেও শ্রমিকদের জন্য বিশেষ ভাতা প্রদানের দাবি জানিয়েছে জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার সভাপতি নাজমুল ইসলাম বাবুল।

রবিবার মহান মে দিবসে সেলাঙ্গরের তামিংজায়ায় এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ দাবি জানান।
তিনি বলেন, শ্রমিকদের কল্যাণে বর্তমান সরকার বিভিন্ন ধরণের কার্যক্রম হাতে নিয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে চালু করেছে উৎসব ভাতা। কিন্তু শ্রমিকদের কল্যাণে অন্যান্য কার্যক্রমের পাশাপাশি বিশেষ দেওয়া উচিত।

অনুষ্ঠানে মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কামাল বলেন, হাই কমিশনে সেবা দেওয়ার নাম করে কিছু অসাধু লোক দালালি করছে। শ্রমিকদের কাছ থেকে পাসপোর্ট করানোর নাম করে অতিরিক্ত টাকা আদায় করছে। যার পুরো দায় পড়ছে মালয়েশিয়া আওয়ামী লীগের ঘাড়ে। মালয়েশিয়া আওয়ামী লীগ এ দায় নেবে না।
এ সময় মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন মুকুল ও অহিদুর রহমান অহিদ জানান, সেবা দেওয়ার নাম করে শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের সঙ্গে জড়িতদের ব্যাপারে খুব দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
মালয়েশিয়া জাতীয় শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি রেজাউল হক।

এ সময় সেলাঙ্গরের তামিংজায়ায় কেক ও ফিতা কেটে জাতীয় শ্রমিক লীগের মালয়েশিয়া শাখা অফিসেরও উদ্বোধন করা হয়।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন মুকুল, অহিদুর রহমান অহিদ, কামরুজ্জামান কামাল, আওয়ামী মৎস সমবায় সমিতির সভাপতি মাশুক নাজিম, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এ কামাল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, জসীম উদ্দিন চৌধুরী, মনিরুজ্জামান মনির, সাইফুল ইসলাম সিরাজ, সাখাওয়াত হক জোসেফ, কবি আলমগীর হোসেন, যুবলীগের আহ্বায়ক তাজকির আহমেদ, স্বেচ্ছাসেবক লিগের সভাপতি বিএম বাবুল হাসান, কৃষকলীগের হারুনুর রশিদ, আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, সদস্য জহিরুল ইসলাম বেপারী, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক লিটন সরকার বাবু, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কবিরুজ্জামান জীবন, শ্রমিকলীগের সহসভাপতি মাইনুদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক মাঝহারুল ইসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম ওজাকির হোসেন প্রমুখ।
২ মে, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে