মঙ্গলবার, ০৩ মে, ২০১৬, ০৫:০৫:০৫

সিঙ্গাপুরে জঙ্গি সন্দেহে ৮ বাংলাদেশি আটক

সিঙ্গাপুরে জঙ্গি সন্দেহে ৮ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক : সিঙ্গাপুরের কর্তৃপক্ষ বলছে, তারা এপ্রিল মাসে আট জন ' উগ্রপন্থায় দীক্ষিত হওয়া' বাংলাদেশী নাগরিককে আটক করেছে। সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা 'ইসলামিক স্টেট ইন বাংলাদেশ' (আইএসবি) নামে একটি গোপন গোষ্ঠীর সদস্য।

তাদের নাম রহমান মিজানুর (৩১), মামুন লিয়াকত আলি (২৯), সোহাগ ইব্রাহিম (২৭), মিয়া রুবেল (২৬), জামান দৌলত(৩৪), ইসলাম শরিফুল(২৭), মোহাম্মদ জাবাথ কায়সার হাজী নূরুল ইসলাম সওদাগর(৩০), সোহেল হাওলাদার ইসমাইল হাওলাদার(২৯)।

এদের মধ্যে রহমান মিজানুরই ২০১৬ সালের মার্চ মাসে আইএসবি প্রতিষ্ঠা করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, আইএসবির এই সদস্যরা বিদেশী যোদ্ধা হিসেবে আইসিসে যোগ দিতে ইচ্ছুক ছিল।

কিন্তু সিরিয়ায় যাওয়া কঠিন হবে বলে তারা পরিকল্পনা করে যে তারা বাংলাদেশে ফিরে গিয়ে সেখানকার নির্বাচিত সরকারকে সশস্ত্র পন্থায় উৎখাত করে একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং তাকে আইসিসের খেলাফতের অধীনে নিয়ে আসবে।

বাংলাদেশে এই গোষ্ঠীটির অন্তত দুজন সদস্য আছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় , আটককৃতদের কাছ থেকে 'আক্রমণের লক্ষ্যবস্তু' হিসেবে বাংলাদেশের কিছু সরকারি ও সামরিক কর্মকর্তার নামের তালিকা, অস্ত্র ব্যবহার ও বোমা তৈরির পদ্ধতি সংক্রান্ত দলিলপত্র এবং উগ্রপন্থী বইপত্র পাওয়া গেছে।

তাদের গ্রেফতারকৃতরা সবাই স্থানীয় বিভিন্ন নির্মাণ সংস্থাসহ নানা প্রতিষ্ঠানে চাকরি করতো। তারা সিঙ্গাপুরে কর্মরত বাংলাদেশীদের মধ্যে থেকে সদস্য সংগ্রহ এবং আগ্নেয়াস্ত্র কেনার জন্য অর্থ সংগ্রহ করছিল।-বিবিসি
৩ মে, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে