মঙ্গলবার, ০৩ মে, ২০১৬, ১০:০১:০৫

লেবাননে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন

 লেবাননে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন

ওয়াসীম আকরাম, লেবানন প্রতিনিধি:  লেবানন এর রাজধানী বৈরুতের পার্শ্ববর্তী  এলাকা বরুজ আল বরাজনী দেওয়ান কমিউনিটি সেন্টারে বাংলাদেশ প্রবাসী কল্যান সংগঠন বৈরুত লেবানন এর উদ্যোগে ১লা মে রবিবার বিকাল ২.০০ ঘঠিকায় শ্রমিক দিবস উদযাপিত হয়।
          
কোরআন থেকে তেলওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা হয়।
বাংলাদেশ প্রবাসী  শ্রমিক কল্যান সংগঠনের সভাপতি ওসমান গনি এর সভাপতিত্বে মারুফ মোল্লা ও ছিদ্দিকুর রহমান এর যৌথ পরিচালনায় সভার প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার। বিশেষ  অতিথি ছিলেন, অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম এর সভাপতি ওমর ফারুখ, সাধারণ সম্পাদক শাকিরুল ইসলাম (শাকিল)।
      
সভার প্রধান  অতিথি রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার তার বক্তব্যে, বাংলাদেশ প্রবাসী শ্রমিক কল্যান সংগঠন সহ সকল প্রবাসী  বাংলাদেশীকে শুভেছা ও ধন্যবাদ জানিয়ে মহান ১লা মে দিবসের উপর বিস্তারিত ইতিহাস আলোচনা করেন।
আট ঘন্টা মজুরী বা শ্রম দিবসের অধিকার  বর্তমানে বিশ্বে এমনভাবে স্বীকৃত যে তাকে স্বত:সিদ্ধ বলেই মনে হয়। আসলে এই যে অধিকার তাহা এমনি পাওয়া যায় নাই। এর জন্য অনেক শ্রম, ঘাম, মেধা, রক্ত ও অনেক মানুষের জীবন দিতে হয়েছিল।
১৮৮৬ সালে মে মাসের প্রথম দিনে শিকাগো শহরে তিন লক্ষাধিক শ্রমিকের সমাবেশ হয়। মালিক পক্ষ ও রাষ্ট্র পক্ষ আন্দোলনকারীর উপর হামলা, গুলি করে এবং বিচারের নামে সংগঠকদের ফাঁসিও হয়। পর্যায়ক্রমে শ্রমিক সংগঠন  আন্দোলনের মাধ্যমে দিবসটি ক্রমে প্রতীক হয়েছে। বির্শ্বের প্রত্যেকটি দেশ এই যে দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করে। কিন্ত যে দেশে শ্রমিকদের আন্দোলনের মাধ্যমে মে দিবসের জম্ম সেই যুক্তরাষ্ট্রে মে দিবস পালন হয় না। যুক্তরাষ্ট্র শ্রমিক দিবস পালন করে সেপ্টেম্বর মাসে।
তিনি প্রবাসী বাংলাদেশীদের উদ্দ্যেশে বলেন,বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যে নানান কর্মসূচি পরিবর্তনে এনেছেন। বর্তমানে এখানে মালিকদের কন্ট্রোক প্রোম  এ শ্রমিকের মাসিক বেতন, দৈনিক কত ঘন্টা ডিউটি, শ্রমিকের থাকা ও খাওয়ার উপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। যাতে কোন বাংলাদেশী শ্রমিক তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়। তিনি আরও বলেন, যে কোন কারণে বা পরিবারের সুখের জন্য, দেশের উন্নয়নের জন্য বাংলাদেশীরা প্রবাসে কাজের জন্য পাড়ি জমাচ্ছে। প্রবাসে আসার ব্যাপারে কারো মাধ্যম বা কোন এজেন্সি এর মাধ্যম হয়েই আসতে হয়। যারা প্রবাসে আসতেছে কেহ হয়ত নিজেদের শেষ সম্ভল ভিটা-বাড়ী বিক্রি করে আসিতেছে। তাদেরকে এখানে কন্ট্রাক প্রোম এ লিখা অনুসারে পাচ্ছে না? কাজ লিখা একটা  আর তাকে করতে হচ্ছে অন্যটা? বা তাদের বেতন ঠিক পাচ্ছে না। তিনি সতর্কবাণী দিয়ে বলেন, এমন কোন অভিযোগ যদি পাওয়া যায় দূতাবাস তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে বলে হুশিয়ারি করেন।এবং বর্তমানে লেবানন প্রবাসী বাংলাদেশী কোন শ্রমিক যদি সমস্যায় থাকে তাদেরকে লিখিতভাবে সঠিক তথ্য দিয়ে আবেদন করতে বলেন। তিনি সবাইকে আশ্বস্ত করে বলেন, প্রবাসীদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য আগেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যৎতে কাজ করব। তিনি সবাইকে যার যার কর্মস্থলে সুশৃঙ্খলভাবে কাজ করার আহবান জানান।
      
সভায় আরো বক্তব্য রাখেন, লেবানন বিএনপির সভাপতি মো: মানিক মোল্লা, লেবানন আওয়ামী লীগ সাধারন সম্পাদক আলী আকবর মোল্লা, বাংলাদেশ বৈরুত এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আবদুর করিম, প্রবাসী শ্রমিক মো: সুমন, মো: রতন সহ আরো অনেকে।
   
সভায় উপস্থিত ছিলেন, লেবাননের প্রত্যেক অঞ্চল থেকে আগত প্রায় পাঁচ শতাধিক প্রবাসী, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা -কর্মচারীবৃন্দ সহ বি-বাড়িয়া তিতাস প্রবাসী সংগঠন ও লেবানন বিভিন্ন মিডিয়ার প্রতিনিধি।
 বিভিন্ন কোম্পানীতে কর্মরত প্রবাসী বাংলাদেশীরা রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকারকে তাদের মাঝে পেয়ে খুবই আনন্দিত এবং প্রবাসীরা ফুলের শুভেচ্ছা দিয়া অভিনন্দন জানান।
৩ মে, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে