মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৫, ০২:১৪:০৫

আশ্রয়ের আশায় জার্মানির পথে সাড়ে ৩শ’ বাংলাদেশি শরণার্থী

আশ্রয়ের আশায় জার্মানির পথে সাড়ে ৩শ’ বাংলাদেশি শরণার্থী

প্রবাস ডেস্ক: চলমান যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি থেকে নিজেদের রক্ষার্থে ইরাক ও সিরিয়ার অভিবাসীরা জার্মান, অস্ট্রিয়া ও অস্ট্রেলিয়াসহ পাশ্ববর্তী বিভিন্ন দেশে পাড়ি দিচ্ছেন। তারই ধারাবাহিকতায় গতকাল শনিবার অস্ট্রেয়া থেকে হাঙ্গেরি হয়ে প্রায় ৬০ হাজার শরণার্থী জার্মানিতে এসে পৌঁছায় বলে জানা গেছে। এই সব শরণার্থীদের মধ্যে বেশির ভাগই সিরিয়ার। এ ছাড়াও রয়েছে আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের জনসংখ্যা।

জার্মানির মিউনিখ থেকে সোয়েব কবির বাংলাদেশের প্রাইভেট টেলিভিশন সময় টিভিকে জানিয়েছেন এ বিশাল শরণার্থদের মাঝে প্রায় সাড়ে তিন শত বাংলাদেশিও রয়েছে। তার ভাষ্য মতে প্রায় ৩শ’ থেকে সাড়ে ৩শ’ বাংলাদেশি বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে আসছেন। এদের কেউ এসে পৌঁছেছেন, আবার কেউ কেউ আসছেন।

গতকাল প্রায় ১০ হাজার শরণার্থী হাঙ্গেরী থেকে অস্ট্রিয়া হয়ে জার্মান গেছে বলে নিশ্চিত করেছেন দেশটির কতৃপক্ষ। একি ধারাবাহিকতায় আজও অস্ট্রিয়ার সীমান্তে ভিড় করছে জার্মানি মুখী হাজার হাজার অভিবাসী। তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে হাঙ্গেরি থেকে অস্ট্রিয়াগামী বাস সার্ভিস। অন্যদিকে ১৫ সেপ্টেম্বরের পর সীমান্ত বন্ধ করে দেওয়ার কথা ভাবছে অভিবাসী আশ্রয় দানকারী দেশগুলো।

র্তীব শীতের মধ্যে রাত পার করার পর সকালে এগিয়ে আগে সে দেশের পুলিশ এবং তাদেরকে বাসে তুলে দেয়।

জার্মানিতে যাওয়া অভিবাসীরা অনেক আকুতি করে বলছে, তারা বাচঁতে চায়। তারা কখনই আল কায়েদা, আইএসের ভয়াবহতা দেখতে চায় না।

শরণার্থীদের আগমনকে শুভেচ্ছা জানালেও অস্ট্রিয়া ও জার্মানের সরকার এত বেশি লোকের আগমনে রীতিমত হিমশিম খাচ্ছেন।

ইরাক ও সিরিয়ার শরনার্থীদের ব্যাপারে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি এব্যার্ট বলেছেন, অস্ট্রেলিয়া সিরিয়া ও ইরাক থেকে শরণার্থী গ্রহণ করবে এবং তাদের আর্থিক সহায়তা দেবে।

অভিবাসীদের এ প্রকট সমস্যা সমাধানে নজিরবিহীন কাজ করে দেখালো প্যারিসের মানুষজন। তারা শরণার্থীদের ব্যপারে সহমর্মীতা জানিয়ে প্রায় সাড়ে আট হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। শরণার্থীদের আতিথেয়তা, স্বাগত এবং প্লাকার্ট দেখা যায় তাদের হাতে।

তারা বলছে, এসব ঘরবাড়ি এবং আশ্রয়হীন মানুষরা আসছে আমাদের দেশে। তাই আমাদের উচিত তাদের সাহায্যে এগিয়ে আসা। তাড়িয়ে দেওয়া নয়।

জার্মানি সরকার দক্ষিণ পূর্ব ইউরোপের ৭৫ হাজার আশ্রয় প্রার্থীর আবেদন বাতিল করে দিয়ে যুদ্ধ বিধ্বস্ত মধ্যপ্রাচ্য দেশগুলো থেকে আগত শরণার্থীদের আশ্রয় দেওয়ার কথা ভাবছে বলে খবর প্রকাশ করেছে গণমাধ্যম।সুত্র- সময় টেলিভিশন
৬ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে