বুধবার, ১১ মে, ২০১৬, ০৪:৩৬:০২

মালয়েশিয়ায় সীম ডার্বি হাসপাতালে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার

মালয়েশিয়ায় সীম ডার্বি হাসপাতালে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার

শামছুজ্জামান নাঈম, মালয়েশিয়া থেকে: 'স্বাস্থ্যই সকল সুখের মূল' এই প্রতিপাদ্যে মালয়েশিয়ায় সীম ডার্বি উদ্যোগে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার আরা দামানসারা মেডিকেল সেন্টারে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে যোগ দেন আরা দামানসারা মেডিকেল সেন্টারের কনসাল্টেন্ট ডক্টর তান কিয়া লিন ও হেড অফ ইমার্জেন্সি ডিপার্টমেন্ট ডক্টর আব্দুল্লাহ আসাদ।

দুই ঘন্টা সেমিনারে মানুষের বিভিন্ন রোগ ও তা নিরাময়ের নানা দিক তুলে ধরেন ডাক্তারদ্বয়। সেই সঙ্গে কিভাবে সু-স্বাস্থ্য ধরে রাখা যায় তা নিয়ে বিসদ আলোচনা করেন তারা।কথা বলেন সীম ডার্বি আরা দামানসারা মেডিকেল সেন্টারে কম খরচে উন্নত চিকিৎসা সেবা নিয়ে।

সেমিনারের সার্বিক তত্ত্বাবধানে থাকা প্রবাসী বাংলাদেশী ডাক্তার মিজানুর রহমান জানান মালয়েশিয়ার চিকিৎসা সেবা যে এতো উন্নত তা আমাদের অনেকেই জানেন না। আমি এশিয়া ও ইউরোপের কিছু হাসপাতাল দেখেছি। সেখানে কম খরচে এমন সেবা পাওয়া দুষ্কর। এখানকার উন্নত চিকিৎসা এবং সার্জারির মাধ্যমে এখন অনেক রোগী সম্পূর্ণ সুস্থ।

মালয়েশিয়ায় উন্নত চিকিৎসা দেয়া হাসপাতাল সীম ডার্বি হাসপাতাল দিনে দিনে বাংলাদেশীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। এখানে বাংলাদেশীদের জন্য রয়েছে বিশেষ সেবা। বাংলাদেশ থেকে কোনো রুগী আসতে চাইলে ভিসা প্রসেসিং ও সহযোগীতা করে এ হাসপাতাল কর্তৃপক্ষ।

সেমিনারে যোগ দিতে কুয়ালালামপুর থেকে অর্ধ শতাধিক বাংলাদেশী অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি নেতা রাশেদ বাদল, মামুনুর রশিদ, রাশিদুল ইসলামসহ আরো অনেকে।
১১ মে, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে