প্রবাস ডেস্ক : একটি মামলায় সময়মত আদালতে হাজিরা না দেয়ায় বাংলাদেশি এক কূটনীতিক ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে যুক্তরাষ্ট্রের ম্যানহাটন অঙ্গরাজ্যের একটি আদালত। তাদের বিরুদ্ধে মামলাটি করেছিলেন তাদেরই সাবেক গৃহকর্মী মাসুদ পারভেজ রানা।
ওই মামলায় হয়, কূটনীতিক মনিরুল ইসলাম এবং তার স্ত্রী ফাহিমা তাহসিনা প্রভা কোনো প্রকার পারিশ্রমিক ছাড়াই ‘দাসত্বের মতো পরিবেশে’ কাজ করতে বাধ্য করেন। ওই মামলায় হাজির না হওয়ায় সিডনি স্টেইন তাদের বিরুদ্ধে ডিফল্ট জাজমেন্ট দেন।
স্টেইন বলেন, আদালত খুব সহজে ডিফল্ট জাজমেন্টে যাওয়ার সিদ্ধান্ত নেয় না। এক্ষেত্রে আদালত ১৫ মাস অপেক্ষা করেছে ও অভিযুক্তদের আদালতে আত্মপক্ষ সমর্থনের জন্য যথেষ্ট সুযোগ দিয়েছে। কিন্তু তারা আত্মসমর্পণ করেননি। এতে আদালত বাধ্য হয়ে ডিফল্ট জাজমেন্ট দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
মাসুদ পারভেজ রানার অভিযোগ, তাকে মাসে তিন হাজার ডলার পারিশ্রমিক এবং ভিসা নবায়নের প্রলোভন দেখিয়ে ঘরের কাজের জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিয়ে যান মনিরুল ইসলাম এবং প্রভা। এক বছরের বেশি সময় ধরে তাকে দিয়ে দিনে ১৬ থেকে ২০ ঘণ্টা কাজ করায় ওই দম্পতি।
তার অভিযোগ, বিনিময়ে কোনো পারিশ্রমিক দেয়া হয়নি। বরং পালানোর চেষ্টা করলে হত্যা করার হুমকি দেয়া হয়। আদালতের এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন রানার আইনজীবী এমিলি শিয়া।
উল্লেখ্য, মনিরুল ইসলাম নিউইয়র্কে বাংলাদেশ দূতাবাসের সাবেক কনসাল জেনারেল। মামলা দায়েরের আগেই তিনি মরক্কোয় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান।
২০১৫ সালের ২৩ মার্চ সস্ত্রীক নিউইয়র্ক ছেড়ে আফ্রিকার দেশ মরক্কো যান তিনি। পরে সেখান থেকে তাকে ইথিওপিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত করা হয়। বর্তমানে তিনি সেখানেই কর্মরত।
১৩ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম