শামছুজ্জামান নাঈম, মালয়েশিয়াঃ ভাগ্যান্বেষণে প্রবাসে আসা শ্রমিকদের সমস্যার কথা দেশের গণমাধ্যমে তুলে ধরে সরকারের দৃষ্টিতে এনে টা নিরসনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া (বিসিপিএম)।
মালয়েশিয়া সফররত বাংলাদেশের গণমাধ্যমে কর্মরত চার সাংবাদিককে ফুলেল সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া (বিসিপিএম)।
রবিবার সন্ধ্যায় কুয়ালালামপুরে বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে মালয়েশিয়া সফররত বাংলাদেশের গণমাধ্যমে কর্মরত চার সাংবাদিককে ফুলেল সংবর্ধনা অনুষ্ঠানে এ আহবান জানান বিসিপিএম এস.এম. রহমান পারভেজ।
সংবর্ধিতরা হলেন- নয়া দিগন্তের মঈন উদ্দিন খান, কালের কণ্ঠের শফিক শাফি, যায়যায়দিনের হাসান মোল্লা ও আমাদের সময়ের হাসান শিপলু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রবাসে হাজার সমস্যায় জর্জরিত আমাদের দেশের শ্রমিকরা। তাদের সমস্যার কথা গণমাধ্যমে তুলে ধরে সরকারকে অবহিত করে তা নিরসনে ভুমিকা রেখে দেশের অর্থনীতির চাকা সচল রাখুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সিনিয়র সহ-সভাপতি আহমাদুল কবির, সহসভাপতি করা হয় মো. রফিকুল ইসলাম রফিক, মোস্তফা ইমরান রাজু, সাধারণ সম্পাদক বশির আহমেদ ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক কায়সার হামিদ হান্নান, সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরণ, প্রচার সম্পাদক মোস্তাক রয়েল শান্ত, কোষাধ্যক্ষ রফিক আহমদ খান, দফতর সম্পাদক শামছুজ্জামান নাঈম, সহ-দফতর সম্পাদক কাজী আশরাফুল ইসলাম, সদস্য হাসানুল বান্না, শেখ আরিফুজ্জামান, মো. শওকত হোসেন জনি প্রমুখ।
১৬মে,২০১৬এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস