প্রবাস ডেস্ক : মালিতে ঝড়ের কবলে পড়ে প্রাণ গেল দুই বাংলাদেশির। মাত্র ১২ দিন আগে তারা মালিতে জাতিসংঘ মিশনে গিয়েছিলেন। আবহাওয়ার সাথে খাপ খাওয়ানোরও সুযোগ হয়নি। এর আগেই ঝড়ে কবলে পড়েন বাংলাদেশ পুলিশের দুই শান্তিরক্ষী।
বাংলাদেশ সময় সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ খবর দিয়ে ফেসবুকে পোস্ট করেন তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা (অতিরিক্তি পুলিশ সুপার) নাইম নিপু। নিহত দুজনের ছবি দিয়ে তিনি লিখেন, “মালিতে একটু আগে হয়ে যাওয়া ঝড়ে এ দুজন মারা গেছে।”
নিহত দুজনের মধ্যে একজন হলেন মোহাম্মদ মোতাহার হোসাইন। তার বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলায়। অন্যজন সামিদুল ইসলাম। তার বাড়ি ময়মনসিংহে। এরা কনস্টেবল ছিলেন।
নিহত দুজনই গত ৩ মে জাতিসংঘ মিশনে মালির রাজধানী বামাকোতে যান।
১৬ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম