মেহেদী হাসান মুন্না জার্মান প্রতিনিধি: বহুল প্রতিক্ষত জার্মান আওয়ামী লীগ এর সর্ব বৃহৎ শাখা বার্লিন আওয়ামী লীগ এর সম্মেলন প্রস্তুতি কমিটি গঠিত হয় গত ১৬,০৫,২০১৬ ইং তারিখে রাজধানী বার্লিন এ।
উক্ত সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভায় সভাপতিত্ব করেন জার্মান আওয়ামী লীগ বার্লিন শাখার সভাপতি মাসুদুর রাহমান মাসুদ, এবং পরিচালনা করেন সংগ্রামী সাধারণ সম্পাদক রুবেল হাস্নাত।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান আওয়ামী লীগ এর সভাপতি এ,কে,এম,বশুরুল আলাম চৌধুরি সাবু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক শেখ বাদল আহমেদ সহ জার্মান আওয়ামী লীগ এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ ।
আরও উপস্থিত ছিলেন নুর,এ,হাস্নাত সিপন , আবদুল মান্নান , আজহার হসাইন , সাইফুল ইসলাম , মানিক কাইউম, জার্মান আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম পুলক, বাবু, জার্মান আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক জনাব আব্বাস , আনিস তালুকদার, প্রচার সম্পাদক দেলওার রাজু, ভারপ্রাপ্ত সভাপতি আমানুল্লাহ ইসলাম, সহসভাপতি নুরুল ইসলাম , সাগির খান ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুন্না, মুনশেন আওয়ামী লীগ এর সভাপতি জনাব রাসেল মাহমুদ , সাধারন সম্পাদক মিযান ।
জার্মান আওয়ামী লীগ বার্লিন আওয়ামী লীগ কে আগামী ২৭ শে সেপ্টেম্বর এর মধ্যে সম্মেলন করে বর্তমান কমিটির সভাপতি জনাব মাসুদুর রাহমান মাসুদ এবং সাধারণ সম্পাদক রুবেল হাস্নাত কে নতুন পুরান সবাই কে সঙ্গে করে নিয়ে আবারো আরও একটি শক্তিশালী বার্লিন কমিটি উপহার দেওয়ার আওহবান করেন। পরে বার্লিন আওয়ামী লীগ এর অর্ধশত নেতাকর্মীর উপস্থিতিতে ৫ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়।
তারা হলেন ১।জনাব সাইফুল ইসলাম , ২।জনাব মানিক কাইউম, ৩।জনাব মিযান খান ৪। জনাব আব্দুল মালেক, ৫। জনাবা নূর জাহান নুরী ।
জার্মান আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক শেখ বাদল আহমেদ তার বক্তব্যে জার্মান আওয়ামী লীগ এর বার্লিন শাখার সকল নেতাকর্মী কে শুভেচ্ছা জানান । তিনি জার্মান আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম পুলক কে দ্বিধাদ্বন্দ্ব ভুলে একত্রে কাজ করায় প্রশংসা করেন ।
পরিশেষে জার্মান আওয়ামী লীগ এর সভাপতি এ,কে,এম,বশুরুল আলাম চৌধুরি সাবু তার বক্তব্য পেশ করেন এবং সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সর্ব শেষে বার্লিন আওয়ামী লীগ এর সভাপতি জনাব মাসুদুর রাহমান মাসুদ সভার সমাপ্তি ঘোষণা করেন।
১৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস