বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬, ০৬:৫৬:১০

দারুণ সুখবর, বিনা খরচে সৌদিতে পুরুষকর্মী পাঠানো শুরু

দারুণ সুখবর, বিনা খরচে সৌদিতে পুরুষকর্মী পাঠানো শুরু

প্রবাস ডেস্ক : দারুণ সুখবর, বিনা খরচে পুরুষকর্মী নেয়া শুরু করেছে সৌদি আরব।  গৃহস্থালির কাজের জন্য শর্তসাপেক্ষে এ প্রক্রিয়া শুরু হয়েছে।  

এরই মধ্যে কিশোরগঞ্জের মহসিন হোসেন মিয়াকে গতকাল বুধবার দেশটিতে পাঠানো হয়েছে।  দুশ’র বেশি কর্মী নেয়ার কথা বলেছে দেশটির প্রাইভেট এজেন্সিগুলো।
 
বৃহস্পতিবার মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
 
সূত্রটি জানায়, সৌদিতে এতদিন গৃহস্থালির জন্য নারীকর্মী পাঠানো হতো।  বুধবার থেকে বিনা খরচে পুরুষকর্মী পাঠানো শুরু হয়েছে।

এখন থেকে সৌদিতে গৃহস্থালির কাজে দুজন নারীকর্মীর পাশাপাশি একজন পুরুষকর্মী (বাবা, স্বামী, ছেলে ও আপন ভাই) ও একজন পুরুষ অনাত্মীয় (রক্তের সম্পর্ক নেই এমন) যেতে পারবে।

এ নিয়মের আওতায় মহসিন হোসেন মিয়াকে সৌদি আরবে পাঠিয়েছে পেন্টাগন ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান।
 
এ ব্যাপারে প্রতিষ্ঠানটির মালিক সাদাত হোসাইন বলেন, প্রতি দুজন নারীকর্মীর বিপরীতে একজন নিকটাত্মীয় ও একজন অনাত্মীয় বিনা খরচে সৌদিতে যাওয়ার কোঠা চালু হয়েছে।

তিনি বলেন, সেই কোঠাতে গতকাল একজন পুরুষকে গৃহস্থালি কাজে বিনা খরচে সৌদি আরব পাঠিয়েছি।  এভাবে আরো ২০০ জন কর্মী নেয়ার ব্যাপারে কথা হয়েছে।  
 
বিনা খরচে পাঠানো পুরুষকর্মী দুবছর সৌদিতে কাজ করতে পারবেন।  আরো বেশি সময় থাকতে চাইলে ভিসা নবায়ন করতে হবে।  বাজার অনুযায়ী তার বেতন নির্ধারণ করা হবে।
১৯ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে