সিংগাপুর থেকে মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু: একুশ মে ২০১৬ ইং বৃষ্টি উপেক্ষা করে পবিত্র শবে বরাতের রাতে সিংগাপুর মসজিদ গুলিতে ধর্ম প্রাণ মুসলমানদের উপচে পড়া ভীড় পরিলক্ষিত হয়েছে।
বয়ান, নফল ইবাদত, মোনাজাতের মাধ্যমে সমগ্র মুসলিম জাহানের জন্য মসজিদ গুলিতে দোয়া করা হয় ।
বাংলাদেশ, ভারত, শ্রীলংকায় ঘুর্নি ঝড়ে ক্ষতি গ্রস্থদের জন্য করা হয় বিশেষ দোয়া। এশার নামাজের পর বাংলা, তামিল, মালয়, ইংরেজী ভাষায় শবে বরাতের তাৎপর্য, আসন্ন রমজানের ফজিলত ও করনীয় নিয়ে আলেম উলামা গন বয়ান করেন। বিশ্ব নবী হজরত মুহাম্মদ মুস্তফা (স:) এর উপর পড়া হয় দরুদ ও সালাম। সেই সাথে থাকে মিলাদ মাহফিল।
গেলাং, জালান সসুলতান, তামাং জুরং, বিভিন্ন ডরমিটরি সহ সিংগাপুরের বিভিন্ন মসজিদে ধর্মীয় ভাব গাম্ভীর্যপূর্ণ ভাবে শবে বরাত পালিত হয়েছে। বাংলাদেশী অধ্যুষিত মোস্তফা প্লাজা সংলগ্ন আংগুলিয়া মসজিদেও বাংলাদেশীদের উপস্থিতি ছিলো লক্ষনীয়।
২২ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/প্রতিনিধি/এইচএস/কেএস