সোমবার, ২৩ মে, ২০১৬, ০৫:৫৭:৩২

লেবাননে বাংলা ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন

 লেবাননে বাংলা ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন

ওয়াসীম আকরাম, লেবানন প্রতিনিধি: লেবানন এর রাজধানী বৈরুতের পার্শ্ববর্তী এলাকা হামরা রফিক হারীরী স্টেডিয়ামে ২২শে মে ২০১৬ইং রোজ রবিবার সকাল ১০.০০ ঘটিকায় বাংলা ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার।
      
সভাপতিত্ব করেন বাংলা ক্রিকেট টুর্নামেন্টের সভাপতি মোহাম্মদ আলী, মো: জহিরুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার।

বিশেষ অতিথী ছিলেন বাংলা ক্রিকেট টুর্নামেন্ট এর প্রধান উপদেষ্টা আলী আকবর মোল্লা, মিসেস সুফিয়া আক্তার বেবী, জিয়াউল হক জালাল, সোহেল আহমেদ, কমিউনিটি এর মো: মানিক মোল্লা, আবুল বাশার প্রধান, মুফিজুর ইসলাম বাবুল, রুহুল আমিন, দুতাবাসের কর্মকর্তা বৃন্দসহ বাংলা ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজক কমিটির নেতৃবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন বাংলা ক্রিকেট টুর্নামেন্টের প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম রানা তালুকদার, মো: নাছির মজুমদার ও মো: রুবেল আহমেদ।
জমকালো বাংলা ক্রিকেট টুর্নামেন্ট উদ্ভোধনী অনুষ্ঠানের প্রধান অতিথী মান্যবর রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার বলেন, প্রবাসে অনেক প্রতিকুল আবহাওয়া  ও কর্ম ব্যস্ত জীবনে থেকে ছুটির দিনে বাংলাদেশী ক্রিকেট প্রেমীরা খেলার এবং পৃষ্ঠপোষকতা প্রদানের মাধ্যমে বিদেশের মাটিতে ক্রিকেট কে এগিয়ে নেওয়ার যে প্রমান রেখে যাচ্ছে তার জন্য আয়োজক কমিটি ও খেলোয়াড় বৃন্দ সত্যিই প্রশংসার দাবীদার। বাংলাদেশ ক্রিকেট বর্তমানে বিেশ্ব যে নৈপুণ্যের অবদান রাখছে তেমনি অদূর ভবিষ্যতে এই লেবানন এ বেড়ে উঠা কোন তরুণ হয়ত হয়ে উঠবে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের নির্ভরতার প্রতীক।
       
ভবিষ্যতে ক্রীড়া প্রেমিক সংগঠন সমুহকে দূতাবাস সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে ধন্যবাদ জানান।
       
বাংলা ক্রিকেট টুর্নামেন্ট এ ২৪টি টিম বা দল অংশ গ্রহন করেছে। ১ম পর্বে পয়েন্ট ও দ্বিতীয় পর্বে নক আউট পর্যায়ে খেলা আরম্ভ হয়। উদ্ভোধনী দিনে তিনটি খেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বৈরুত এসোসিয়েশন স্পোর্টিং ক্লাব বনাম গ্রীণ বাংলা স্পোর্টিং ক্লাবের খেলার মাধ্যমে উদ্ভোধনী ম্যাচের শুভ সুচনা হয়। বাংলাদেশ বৈরুত এসোসিয়েশন স্পোর্টিং ক্লাব অধিনায়ক মো: জাহাঙ্গীর আলম টস এ জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। উদ্ভোধনী ব্যাটসম্যান জাহাঙ্গীর আলম ও জয়নাল আবদিনকে নিয়া খেলা আরম্ভ হয়। অপর দিকে গ্রীণ বাংলা স্পোর্টিং ক্লাবের অধিনায়ক মাসুদ পারভেজ বল করার জন্য বল উঠাইয়ে দেন মো: আমিনকে। উদ্ভোধনী খেলা ১২ ওভার খেলায় ১ম ওভার প্রথম বল কোন রান ছাড়া খেলা সুচনা হয়। ৩য় ওভারে ৩য় বলে অধিনায়ক জাহাঙ্গীর আলম ক্যাচ আউট হয়ে বাংলাদেশ বৈরুত এসোসিয়েশন স্পোর্টিং ক্লাব চাঁপের মুখে পড়েন। ১২ওভার খেলায় দলীয় ১১১ রান। অপর পক্ষে গ্রীণ বাংলা স্পোর্টিং ক্লাব শুরু থেকে বোলারদের চাঁপের মুখে থেকে ৮তম ওভারে ছারটা ছয় নিয়া সর্বউচ্চ ২৭ রান ওভার নিয়া হেঁসে খেলে তিন উইকেট এর জয় লাভ করে।

অপর ২টি খেলায় কুমিল্লা ভিক্টোরিয়া বনাম ইকোলাইন স্পোর্টিং ক্লাবের মধ্যে ৬ উইকেট এ জয়ী হন ইকোলাইন স্পোর্টিং ক্লাব। অপর দিকে ফেসলুক স্পোর্টিং ক্লাব বনাম কিক পলিটেক এলেভেন ক্লাবের মধ্যে ফেসলুক স্পোর্টিং ক্লাব ১৪৬ রানে জয় পায়।
 ক্রিকেট প্রেমী প্রায় তিন হাজার দর্শকের উপস্হিতিতে একট মনোরম পরিবেশে খেলা অনুষ্ঠিত হয়।
২৩ মে,২০১৬/ এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে