প্রবাস ডেস্ক : সুখবর, ২০ হাজার বাংলাদেশি গৃহকর্মী নেবে কুয়েত। বাংলাদেশিদের নিয়োগ দেয়া যাবে মর্মে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর এ ঘোষণা এল।
কুয়েতের আল শাহেদ ডেইলি পত্রিকার বরাত দিয়ে আরব টাইমস অনলাইন এ তথ্য জানিয়েছে।
এর আগে কুয়েতের আবাসনবিষয়ক বিভাগ থেকে বাংলাদেশি গৃহকর্মী নেয়ার সিদ্ধান্তের বিষয়টি সংশ্লিষ্ট অভিবাসন কার্যালয়গুলোতে পাঠানো হয়।
তাতে বাংলাদেশি শ্রমিকদের জন্য ওয়ার্ক পারমিট ইস্যু করতে বলা হয়েছে।
ওই প্রতিবেদনে বাংলাদেশিদের নেয়ার বিষয়ে বিস্তারিত আর কিছু উল্লেখ করা হয়নি।
এর আগে সৌদি আরবও বাংলাদেশ থেকে গৃহকর্মী নেয়ার চুক্তি করেছিল। তবে মধ্যপ্রাচ্যে গৃহকর্মীদের নিপীড়নের বিষয়ে বিস্তর সমালোচনা রয়েছে।
২৩ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম