মঙ্গলবার, ২৪ মে, ২০১৬, ০৯:৩৩:০০

পোল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ, চাকরি নিশ্চিত

পোল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ, চাকরি নিশ্চিত

প্রবাস ডেস্ক : পূর্ব ইউরোপের সমৃদ্ধশালী দেশ পোল্যান্ড।  ক্ষমতাসীন সরকারের এন্টি-মাইগ্রেশন পলিসি সত্বেও দেশটিতে বিদেশি ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ রয়েছে।

বিশেষ করে বাংলাদেশ থেকে যারা তুলনামূলক কম খরচে পোল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন সাবজেক্টে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে আগ্রহী, চলমান সুযোগ তাদের কাজে লাগাবার আহবান জানিয়েছেন ওয়ারশতে দায়িত্বরত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহফুজুর রহমান।

এ সুযোগ হাতছাড়া না করে উচ্চশিক্ষা সম্পন্নের পর বাংলাদেশে ফিরে গেলেও ভালো চাকরির বাজারে হতাশ হতে হবে না বলে জানান এ কূটনীতিক।

পোল্যান্ডে বাংলাদেশি ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগ নিয়ে একটি অনলাইন পোর্টালকে দেয়া সাক্ষাৎকারে রাষ্ট্রদূত মাহফুজুর রহমান বলেন, পোল্যান্ডে বাংলাদেশি ছাত্রছাত্রীদের জন্য উচ্চশিক্ষার যথেষ্ট ভালো সুযোগ আছে দু’টো কারণে।  এখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে অনেকগুলো সাবজেক্ট আছে যা তারা এখন পর্যন্ত ইংরেজিতে পড়ায়।  যে সমস্ত সাবজেক্ট বাংলাদেশে নেই বা সহজলভ্য নয়, বিশেষ করে বেশকিছু টেকনিক্যাল সাবজেক্ট আছে যার সুযোগ নিতে পারে ছাত্রছাত্রীরা।

তিনি বলেন, ইউরোপের অন্যান্য দেশের তুলনায় এখানে পড়ার খরচও কম।  এ বিষয়গুলো বিবেচনা করলে বাংলাদেশের ছাত্রছাত্রীদের জন্য পোল্যান্ড হতে পারে খুব সুবিধাজনক একটি অপশান।

রাষ্ট্রদূত বলেন, সমস্যা হয়তো কিছুটা হতে পারে।  এদেশের বর্তমান সরকারের এন্টি-মাইগ্রেশন পলিসিতে ভিসা পলিসি কিছুটা জটিল হলেও হতে পারে, যদিও তারা বিদেশি ছাত্রছাত্রীদের নিরুৎসাহিত করছে না।  অদূর ভবিষ্যতে পোলিশ সরকার যখন তাদের দূতাবাস ঢাকায় স্থাপন করবে, তখন হয়তো এ সমস্যাটা থাকবে না।

মাহফুজুর রহমান বলেন, আমি এখানকার বিশ্ববিদ্যালয়গুলোর সাথে নিয়মিত যোগাযোগ রাখছি এবং তাদের উৎসাহিত করছি বাংলাদেশ থেকে ছাত্রছাত্রী আনার জন্য।  এখানকার বিশ্ববিদ্যালয়গুলো এ ব্যাপারে বলা চলে অতিমাত্রায় আগ্রহী।  

তিনি বলেন, বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় এরই মধ্যে আমার মাধ্যমে ঢাকায় যোগাযোগ করেছে কীভাবে ছাত্রছাত্রী সংগ্রহ করা যায়।  প্রয়োজনীয় বিষয়াদি তারা খতিয়ে দেখছে।  বাংলাদেশ থেকে নতুন নতুন কিছু শিক্ষার্থী বর্তমানে আসছে।

রাষ্ট্রদূত বলেন, আমি সবাইকে যে বিষয়টি উৎসাহিত করতে চাই সেটা হচ্ছে- বাংলাদেশের ছাত্রছাত্রীরা টেকনিক্যাল সাবজেক্টগুলোতে আসলে প্রথমত তারা যে প্রতিভাটা দেখাতে পারবে তার পাশাপাশি নতুন কিছু জিনিস শিখতে পারবে।  পোল্যান্ড থেকে অর্জিত শিক্ষার কারণে বাংলাদেশে তাদের জন্য চাকরির বাজার তৈরি থাকবে বেশ পজিটিভলি।

তিনি বলেন, বর্তমানে যে সরকার ক্ষমতায় আছে তারা তাঁদের নির্বাচনী প্রচারাভিযানের মধ্যেই একটা পয়েন্ট রেখেছিল এবং সেটা ছিল এন্টি-মাইগ্রেশন। এমনকি ইউরোপিয়ান ইউনিয়ন একসময় পোল্যান্ডকে যে কোটা বেঁধে দিয়েছিল এবং যেটা তারা স্বীকারও করেছিল যে, ওই কোটা গ্রহণ করবে, সেটাও এখন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ডিনাই করে যাচ্ছে।

কূটনীতিক মাহফুজুর রহমানের পরামর্শ হচ্ছে, বাংলাদেশ থেকে যারা সত্যিকার অর্থেই পড়াশোনা করতে পোল্যান্ডে আসতে ইচ্ছুক, তারা যাতে দেশ-বিদেশের কোন দালাল চক্রের শরণাপন্ন না হয়ে নিজ দায়িত্বে এখানে আসে।  পড়াশোনা শেষে যথাসময়ে বাংলাদেশে ফিরে যাবার মানসিক প্রস্তুতি যেমন তাদের উচ্চশিক্ষায় সহায়ক হবে, অন্যদিকে ভবিষ্যতের যেকোনো সম্ভাব্য হতাশা থেকেও দূরে রাখবে।
২৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে