সোমবার, ৩০ মে, ২০১৬, ০৯:৪১:৪০

ভিসা ছাড়াই কুয়েত যেতে পারবেন যারা

ভিসা ছাড়াই কুয়েত যেতে পারবেন যারা

প্রবাস ডেস্ক : কূটনীতিক, পদস্থ সরকারি-কর্মচারী ও বিশিষ্ট ব্যক্তিদের কুয়েত যেতে কোনো ভিসা লাগবে না।  বাংলাদেশ সরকার ও কুয়েতের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে।

আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত চুক্তির প্রস্তাব অনুমোদন দেয়া হয়।  বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথা জানান।

তিনি বলেন, মন্ত্রিসভার বৈঠকে ‘এগ্রিমেন্ট বিটুইন দ্য গর্ভমেন্ট অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ অ্যান্ড দ্য গর্ভমেন্ট অব দ্য স্টেট অব কুয়েত অন মিউচুয়্যাল এক্সামশন অব প্রায়র এন্ট্রি ভিসা ফর হোল্ডারস অব ডিপ্লোমেটিক, স্পেশাল অ্যান্ড অফিসিয়াল পাসপোর্টস’ শীর্ষক চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দেয়।

চুক্তিটি হলে কুটনীতিক, পদস্থ সরকারি-কর্মচারী ও বিশিষ্ট ব্যক্তিদের কুয়েত যেতে আর কোনো ভিসা লাগবে না।  কুয়েতের কূটনীতিক, পদস্থ সরকারি -কর্মচারী ও বিশিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।
৩০ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে