প্রবাস ডেস্ক : জঙ্গি অর্থায়নে সিঙ্গাপুরে আটক ৬ বাংলাদেশির মধ্যে চারজনকে অভিযুক্ত করেছে দেশটির একটি আদালত। মঙ্গলবার আদালতে নিজেদের অপরাধ স্বীকার করায় এ চারজনকে অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে দোষী সাব্যস্ত করা হয়।
অভিযুক্ত চার ব্যক্তি হলেন- মিজানুর রহমান (৩১), রুবেল মিয়া (২৬), মো. জাবেদ কায়সার হাজি নুরুল ইসলাম সওদাগর (৩০) ও ইসমাইল হাওলাদার সোহেল (২৯)।
অভিযুক্ত এ চার বাংলাদেশির বিরুদ্ধে বিস্তারিত প্রতিবেদন আগামী ২১ জুন উপস্থাপনের দিন ধার্য করেছেন আদালত। একইসঙ্গে অভিযুক্তদেরও ওইদিন হাজির করার নির্দেশ দেয়া হয়েছে।
দৌলতুজ্জামান (৩৪) ও লিয়াকত আলী মামুন (২৯) নামের আরো দুই বাংলাদেশির বিরুদ্ধে একই অভিযোগ এনেছে সিঙ্গাপুরের পুলিশ। তবে তারা আদালতের কাছে জঙ্গি অর্থায়নে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। আদালত এই দুইজনের শুনানির জন্য ৯ জুন পরবর্তী দিন রেখেছে।
গত মাসে জঙ্গি অর্থায়নের অভিযোগে আট বাংলাদেশিকে আটক করে সিঙ্গাপুর পুলিশ। আটক এ ৮ বাংলাদেশির বিরুদ্ধে গত শুক্রবার (২৭ মে) জঙ্গি কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ আনে পুলিশ। জঙ্গি অর্থায়নের অভিযোগে আটক বাংলাদেশিদের বিরুদ্ধে গত ৮ এপ্রিল তদন্ত শুরু করে দেশটির পুলিশ।
৩১ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম