মালয়েশিয়া : মালয়েশিয়ায় ছিনতাইকারীদের কবলে পড়া এক বাংলাদেশির ঘটনায় এক তামিল নারীসহ ৪ জনকে আটক করেছে দেশটির পুলিশ।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে দাংওয়াঙ্গি থানার ওসিপিডি এস. কমিশনার জায়নল সামাহ এ তথ্য জানান।
এ ঘটনায় সংবাদ সম্মেলনে ৬ জন মোটরসাইকেল পেট্রোল পুলিশকে প্রশংসিত করা হয়।
কমিশনার জায়নল সামাহ বলেন, ৩১ মে মঙ্গলবার বাংলাদেশি এক ব্যক্তি জালান সিলাংয়ে রাত দশটার দিকে হাঁটছিলেন। এ সময় চারজন লোক হঠাৎ তাকে আক্রমণ করে।
একজন আক্রমণকারী তার শার্ট ধরে টান দেন। আরেকজন ঝাপটে ধরেন। অন্যরা তার পকেট থেকে ৫০০ রিঙ্গিত এবং মোবাইলফোন নিয়ে পালিয়ে যায়।
এসিপি জায়নল বলেন, বাংলাদেশি লোকটি পুলিশে জাোলে রাতেই ঘটনার ৪৫ মিনিট পর পাসার সেনিতে ওই চার সন্দেভাজনকে আটক করা হয়। এদের বয়স ২০ থেকে ৪৫ এর মধ্যে হবে।
তিনি বলেন, সন্দেহভাজনদের বিরুদ্ধে আগেই ছিনতাই এবং মাদকগ্রহণের অভিযোগ রয়েছে।
এ সময় পুলিশের ৬ পেট্রোল পুলিশকে প্রশংসিত করা হয়। এ ঘটনা দেশটির জাতীয় দৈনিক দি সান প্রত্রিকায় প্রকাশিত হলে প্রবাসীদের নজরে আসে। প্রবাসীরা এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূয়সী প্রশংসা করেন।
৪ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম