বুধবার, ০৮ জুন, ২০১৬, ০৪:২৮:৫৭

বিধর্মীদের দেশে গিয়েও নামাজ রোজা করে মুসলিমরা : তসলিমা

বিধর্মীদের দেশে গিয়েও নামাজ রোজা করে মুসলিমরা : তসলিমা

তসলিমা নাসরিন : ঢেকি স্বর্গে গিয়েও ধান ভানে। মুসলমানরা বিধর্মীদের দেশে পাড়ি দিয়েও নামাজ রোজা করে। ওখানেও মসজিদ মাদ্রাসা বানায়। ওয়াজ মাহফিল করে। টুপি আলখেল্লা তো পরেই, গোঁড়ালির ওপর পাজামা পরে। মেয়েদের বোরখা হিজাব পরতে বাধ্য করে। মনে মনে বিধর্মীদের কল্লা কাটে। সুযোগ পেলে সত্যিকারের কাটে।

আজ নিউইয়র্কের এক বাঙালি মুসলমানের দোকানে গিয়ে দেখি তারা হালাল ভিটামিন বিক্রি করছে। শুধু ভিটামিন কেন, অ্যন্টিবায়োটিক, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস, ডায়বেটিসের ওষুধ -- সবই তো মুসলমানদের হালাল খাওয়া উচিত। হালাল ওষুধ না পাওয়া গেলে ওষুধ খাওয়াই বন্ধ করে দেওয়া উচিত।

অসুখ বিসুখে বিধর্মীদের হাসপাতালে গিয়ে বিধর্মী ডাক্তারদের চিকিৎসা নেওয়া তো মোটেও হালাল নয়। বিধর্মীদের ট্যাক্সের পয়সায় ফুড স্ট্যাম্প খাওয়াও কিন্তু হালাল নয়। এত হারাম খেয়ে হালাল ছাড়া খাই না বড়াই করা কি ঠিক? বুঝিনা মুসলমানের এত দেশ থাকতে বিধর্মীদের দেশে বাস করার জন্য মুসলমানরা এত মরিয়া কেন?

 -লেখিকার ফেসবুক থেকে হুবহু তুলে ধরা।

৮ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে