শুক্রবার, ১০ জুন, ২০১৬, ১০:৪১:৫১

মালয়েশিয়ায় বাংলাদেশির ১০ বছরের জেল

মালয়েশিয়ায় বাংলাদেশির ১০ বছরের জেল

প্রবাস ডেস্ক : মানব পাচারের অভিযোগে মালয়েশিয়ায় এক বাংলাদেশিকে ১০ বছরের জেল দেয়া হয়েছে। সাজাপ্রাপ্তের নাম নুরুল ইসলাম (৩২)। গত বছর তিনি পারলি এলাকার ওয়াং কেলিয়ানে তিন দফায় মানুষ পাচার করার অভিযোগে অভিযুক্ত হয়েছেন।

দেশটির স্টার অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, নুরুল ইসলাম স্বীকার করেছেন যে, তিনি প্রথমে মোহাম্মদ নূরবাসা নামে একজনকে প্রথমে পাচার করে নেন মালয়েশিয়ায়। এর পর দেলোয়ার নামে আরেকজনকে পাচার করে নেন। এ ছাড়া জয় নামে আরেকজনকে পাচার করেন।

এতে আরো বলা হয়েছে, এসব অভিযোগ স্বীকার করেছেন তিনি। জুডিশিয়াল কমিশনার আবু বকর কাতার তার শাস্তির মেয়াদ গত ২রা মে থেকে কার্যকর বলে ঘোষণা দিয়েছেন। ওইদিনই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। মিয়ানমারের নাগরিক মোহাম্মদ বেলালকে পাচার করার অভিযোগে একই সঙ্গে মিয়ানমারের নাগরিক শহিদুল্লাহ (১৮), মোমোতিন (১৯)-এর বিরুদ্ধেও অভিযোগ গঠন করা হয়েছে। থাইল্যান্ডের নাগরিক বিউ ওং চুম্পোর বিরুদ্ধেও একই অভিযোগ গঠন করা হয়েছে।
১০ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে