প্রবাস ডেস্ক :সৌদি আরবে তিন মাসের জন্য প্রখর রোদের মধ্যে দুপুর ১২ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত শ্রমিকদের দিয়ে কাজ করানো নিষিদ্ধ করা হয়েছে।
মঙ্গলবার সৌদির শ্রম ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা জারি করে।
আজ বুধবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে, যা ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। খবর সৌদি গেজেটের।
সৌদির সব নিয়োগ কর্তাকে অবিলম্বে এই নির্দেশ পালনের বিষয়টি নিশ্চিত করতে বলেছেন শ্রম ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয়ের পরিদর্শন ও কর্মপরিবেশ উন্নয়ন বিষয়ক সহকারী সচিব ফাহাদ আল ওবাইদি।
সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সিকে তিনি বলেছেন, তেল ও গ্যাসক্ষেত্রসহ জরুরি ব্যবস্থাপনা বিভাগে যারা কর্মরত তারা এ নির্দেশের বাইরে থাকবেন। তবে তাদেরকে সূর্যের তাপ থেকে রক্ষায় অবশ্যই পদক্ষেপ নিতে হবে।
এ ছাড়া সৌদি আরবের যেসব এলাকায় তাপমাত্রা কম সেখানেও এ নির্দেশ কার্যকর হবে না।
ওবাইদি বলেন, মন্ত্রণালয় বেসরকারি খাতে যারা কর্মরত তাদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। তাদের জন্য তারা নিরাপদ কর্মপরিবেশও নিশ্চিত করতে চান।
তিনি জানান, নির্দেশ কার্যকর হচ্ছে কিনা তা নিশ্চিত হতে বিভিন্ন অঞ্চলের গভর্নরদের সঙ্গে সমন্বয় রেখে চলছে মন্ত্রণালয়।
কোথাও নির্দেশ না মানা হলে ১৯৯১১ নম্বরে যোগাযোগ করে ভিযোগ জানানো যাবে বলে জানান ওবাইদি।-যুগান্তর
১৬জুন২০১৬/এমটিনিউজ২৪.কম/এআর/এমএম