শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৩৭:০৭

মক্কায় পদদলিত হয়ে চার বাংলাদেশির মৃত্যু

 মক্কায় পদদলিত হয়ে চার বাংলাদেশির মৃত্যু

প্রবাস ডেস্ক : সৌদি আরবের মক্কায় মিনায় হজ পালনের সময় পদদলিত হয়ে নিহতদের মধ্যে অন্তত চারজন বাংলাদেশি রয়েছেন বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে।
 
জামালপুরের ফিরোজা খানম নামে এক নারীর মৃত্যুর তথ্য হজ এজেন্সি থেকে মক্কায় বাংলাদেশি হজ মিশনকে জানানো হয়েছে।  কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে।
 
 তবে হাসপাতাল থেকে মৃতের সনদ না আসা পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছে মক্কা হজ মিশন।  

এদিকে সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে জুলিয়া হুদা (৩৮) নামের সুনামগঞ্জের এক নারী নিহত হয়েছেন।  তিনি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুটের ছোট ভাই বদরুল হুদা মুকুলের স্ত্রী।  

নিহত অন্য দুইজন হচ্ছেন ফেনীর সোনাগঞ্জের দুই ভাই বোন- নুর নবী মিন্টু ও তাহেরা বেগম।
 
বাংলাদেশিদের খবর জানতে বিভিন্ন হাসপাতালে খোঁজ নিচ্ছেন মক্কায় হজ মিশনের মেডিকেল টিম।  হজ মৌসুমে মক্কায় প্রচণ্ড যানজট থাকায় প্রচুর ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।  

দূতাবাসের হজ কাউন্সিলর আসাদুজ্জামান জানান, মক্কা হজ মিশনের মেডিক্যাল টিমের প্রধান ড. হাসান জাহাঙ্গীরসহ একটি গ্রুপ মক্কার হাসপাতালগুলোতে বাংলাদেশি হাজীদের খোঁজ নিচ্ছেন।
 
বৃহস্পতিবার মক্কায় পদদলিত হয়ে নিহত হাজীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১৭।  আহত হয়েছেন প্রায় ৮৬৩ জন।  এ তথ্য জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স সার্ভিস।
২৫ সেপ্টেম্বর/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে