প্রবাস ডেস্ক : পবিত্র হজ্ব পালনকালে সৌদি আরবে মক্কার মিনায় শয়তানকে পাথর ছুঁড়তে গিয়ে পদদলিত হয়ে নিহতের মধ্যে ১০জন বাংলাদেশি হাজির পরিচিয় পাওয়া গেছে। এদের মধ্যে ৬জন নারী ও ৪জন পুরুষ রয়েছে।
নিহতরা হলেন, জামালপুরের ফিরোজা বেগম (৫৪), সুনামগঞ্জের হাজিপাড়া এলাকার জুলিয়া বেগম (৪৫), ফেনীর সোনাগাজী উপজেলার তাহেরা বেগম (৭৩) ও তার ভাই নূর নবী মিন্টু (৬৯), একই এলাকার নূর জাহান বেগম (৫৫), মুন্সীগঞ্জ সদরের জাহানারা আরজু (৪৮), দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতারা গ্রামের কুরমত আলী, ব্রাহ্মণবাড়িয়ার গোলাম মোস্তফা এবং শরীয়তপুরের আবদুর রাজ্জাক ও তার স্ত্রী হাসিনা আক্তার।
তবে মিনার মর্মান্তিক ওই ঘটনায় বাংলাদেশি হাজিদের নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফেনীঃ জেলার সোনগাজী উপজেলার সদর ইউনিয়নের সুলাখালী গ্রামের মৃত নুরুল হকের স্ত্রী তাহেরা বেগম, তার ভাই নুর নবী মিন্টু (৭০) এবং একই গ্রামের সৌদি প্রবাসী বেলায়েত হোসেনের স্ত্রী নুর জাহান বেগমের মৃত্যুর খবর পারিবারিক সূত্রে জানা গেছে।
একই সময়ে মিনায় অবস্থান রত সোনাগাজীর আরো বেশ কয়েকজন হাজী পদদলিত হয়ে আহত হয়েছেন বলে জানা গেছে। হাজীদের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আনন্দের পরিবর্তে কান্না আর হতাশার মধ্যে দিয়ে ঈদ উদ্যাপন করেছে মৃতের পরিবারগুলো। নিহত তাহেরা বেগমের বোনের ছেলে জসিম উদ্দিন শুক্রবার সন্ধ্যায় সোনাগাজীর তিন হাজির মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
সুনামগঞ্জঃ মিনার ঘটনায় নিহত জুলিয়া বেগম সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুরুল হুদা মুকুটের ছোট ভাই বদরুল হুদা মুকুলের স্ত্রী। এ ঘটনায় আহত হয়েছেন জুলিয়ার বড়বোন আফিয়া চৌধুরী।
জুলিয়ার বড়ছেলে নজমুল হুদা পেশায় ব্যাংকার মেজো ছেলে ইবনুল হুদা ও ছোট ছেলে শামীমুল হুদা লেখাপড়া করছেন। জুলিয়ার লাশ সৌদি আরবে মিনায় দাফন করা হবে বলে জানান তার দেবর সুনামগঞ্জ চেম্বারের সভাপতি খায়রুল হুদা চপল।
মুন্সীগঞ্জঃ মিনায় নিহত জাহানারা আরজু সদর উপজেলার মাঠপাড়া গ্রামের মমতাজ খান দুলালের স্ত্রী। তারা ঢাকার বসুন্ধরায় থাকেন। দুলাল ঢাকায় একটি বেসরকারি ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করেন।
শরীয়তপুরঃ মিনার ঘটনায় নিহত আবদুর রাজ্জাক (৬৫) ও হাসিনা আক্তারের (৫৫) বাড়ি জেলার জাজিরা উপজেলার আমনকান্দি গ্রামে। তবে তারা বসবাস করতেন ঢাকায় ধানমন্ডিতে ( বাসা- ৯০, সড়ক ৯/এ)। আবদুর রাজ্জাক প্রাক্তন জেল সুপার। অবসর গ্রহণের পর পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার মক্কার অদূরে মিনায় ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৭১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরো আট শতাধিক।
এদিকে এ ঘটনায় বাংলাদেশি হাজিদের সম্পর্কে তথ্য জানতে মক্কায় বাংলাদেশ হজ অফিস দুটি হটলাইন চালু করেছে।
হটলাইনের নম্বর দুটি হচ্ছে- +৯৬৬৫৩৭৩৭৫৮৫৯ এবং +৯৬৬৫০৯৩৬০০৮২। এই দুটি নম্বরে যোগাযোগ করে বাংলাদেশি হাজিদের সম্পর্কে তথ্য জানা যাবে।
২৬ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন