সোমবার, ২৭ জুন, ২০১৬, ১১:৫৬:২৪

দেশের ন্যায় প্রবাসেও নিরাপদ নন বাংলাদেশিরা : হান্নান শাহ

দেশের ন্যায় প্রবাসেও নিরাপদ নন বাংলাদেশিরা : হান্নান শাহ

শামছুজ্জামান নাঈম, মালয়েশিয়া : দেশের ন্যায় প্রবাসেও নিরাপদ নয় বাংলাদেশীরা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান শাহ।

তিনি বলেন, দেশে প্রতিদিন কারো না কারো আত্মীয় স্বজনকে খুন, হত্যা, রাহাজানির স্বীকার হতে হয়। দুঃচিন্তায় কাটছে আপনাদের দিন। দেশে এখন ১/১১ চেয়েও ভয়াবহ অবস্থা বিরাজ করছে।

রবিবার কুয়ালালামপুরে হোটেল সলিলে বিএনপির মালয়েশিয়া শাখার উদ্যোগে আয়োজিত ইফতার-পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হান্নান শাহ বলেন, জঙ্গিবাদ নিয়ে আওয়ামী লীগ যে খেলা খেলছে তা ভয়ঙ্কর পথ। জঙ্গি দমনের নামে বিরোধীদলের নেতাকর্মীদের ওপর নির্মম নির্যাতন করা হচ্ছে। সুতরাং আগুন নিয়ে খেলবেন না। বিএনপি ক্ষমতায় গেলে এ সরকারের প্রতিটি অপকর্মের বিচার করা হবে।

সন্ত্রাসের বিরুদ্ধে তাদের অবস্থান জিরো টলারেন্স প্রচার করা হলেও বিচারবহির্ভূত হত্যা চলছে কিভাবে সরকারের প্রতি প্রশ্ন রেখে হান্নান শাহ বলেন, আজও পুলিশি হেফাজতে মানুষের মৃত্যু হচ্ছে। বিএনপি ক্ষমতায় গেলে কেউ গুম খুন কিংবা বিচারবহির্ভূত হত্যার শিকার হবে না।

আন্দোলনের জন্য নিজেদের সুসংগঠিত হতে হবে জানিয়ে তিনি বলেন, আমরা মানুষের মধ্যকার চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে পারছি না। একে কাজে লাগাতে পারছি না। সময় এসেছে একে কাজে লাগানোর। এ সময় তিনি ১/১১ সময়ে মালয়েশিয়া বিএনপির ভূমিকার প্রশংসা করেন।

মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খানের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন।

সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কমিশনার মির্জা খোকন, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ভারপ্রাপ্ত মেয়র এমএ কাইয়ূম, মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি হাজি জাকির হোসেন, আব্দুর রউফ লিটন, সহ-সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর আলম, এসএম নিপু, সিরাজুল ইসলাম মাহমুদ, প্রচার সম্পাদক এসএম বশির আলম, দফতর সম্পাদক আমিনুল ইসলাম রতন, মামুন বিন আব্দুল মান্নান, আবুল কালাম মালয়েশিয়া জহুর বিএনপির সভাপতি এমজে আলম, পেনাং বিএনপির আহ্বায়ক মো. মোশাররফ হোসেন, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মনজু খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মুরাদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ইলিয়াছ, সিরাজুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাগর, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সহ- সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান শান্ত, অর্থ সম্পাদক দেওয়ান আব্দুল হাকিমসহ মালয়েশিয়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

ইফতার ও আলোচনা সভা শেষে মালয়েশিয়া বিএনপির একশ দিনের কর্মসূচির প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
২৭ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে