প্রবাস ডেস্ক : বিতর্ক সভার মঞ্চে রয়েছেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। সেই কারণে মঞ্চ থেকে নেমে গেলেন এক ধর্মীয় সংগঠনের জেনারেল সেক্রেটারি। তার কথা, বিতর্কিত এই মহিলার সঙ্গ একমঞ্চে তিনি থাকতে পারবেন না।
শুক্রবার ভারতীয় নিউজ চ্যানেল এনডিটিভি আয়োজিত একটি বিতর্ক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন। ওই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন মুসলিম মজলিস-ই আমাল নামক সংগঠনের জেনারেল সেক্রেটারি তারিক বুখারি। মঞ্চে তসলিমা নাসরিনকে দেখেই তিনি বলেন, “এই মহিলা থাকলে আমার পক্ষে এই অনুষ্ঠানে উপস্থিত থাকা সম্ভব নয়।” ত
সলিমা নাসরিন বাংলাদেশে নির্বাসিত, একইসঙ্গে তাঁকে নিয়ে বহুবার নানান বিতর্ক হয়েছে। সেই কারণেই তিনি এহেন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তারিক বুখারি।
৯ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস