প্রবাস ডেস্ক : ভারত ছুড়ে যখন বিতর্কের মুখে পিস টিভির মালিক তখনই সেই জ়াকির নায়েক “বিপদজনক” বললেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। দাসীপ্রথা, বহুগামী ও স্ত্রী কেনাবেচার মত ভয়ানক বিষয়কে প্রচার করার চেষ্টা করছেন জাকির নায়েক, দাবি বাংলাদেশি নির্বাসিত লেখিকার।
জ়াকির নায়েককে নিয়ে টুইটারে একাধিক মন্তব্য করেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। টুইটে তিনি লেখেন, “আমি জ়াকির নায়েকের বক্তব্য শুনেছি। তিনি কোরানের উদ্ধৃতি দিয়ে বিচার করার চেষ্টা করেন। তিনি ধুর্ত ও বিপদজনক। কারণ সাত দশকের কোরানের বাণীকে তিনি একবিংশ শতাব্দীতে প্রয়োগ করছেন।”
বাংলাদেশের গুলশানে জঙ্গি হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, অনেক বাংলাদেশি সংন্ত্রাসবাদীই জ়াকির নায়েকের দ্বারা উদ্বুদ্ধ হয়েছে। তিনি নিজে হাতে অস্ত্র না ধরলেও, তার অনুগামীরা অস্ত্র ধরে সন্ত্রাস চালাচ্ছে।
এনিয়ে টুইটারে তিনি লেখেন, শুধু পিস টিভি বন্ধ করে সন্ত্রাসবাদ রোখা যাবে না। মানুষকে খুনে প্ররোচিত করার জন্য আরও অনেক বস্তু রয়েছে। পিস টিভি প্রসঙ্গে তসলিমার মন্তব্য, “আমরা শান্তিপ্রিয় মানুষ। আমাদের আর পিস টিভির প্রয়োজন নেই।”
তিনি আরও বলেন, ইসলামের ধংসাত্মক নীতি রয়েছে। কিন্তু, অনেক মুসলিম ধংসাত্মক নীতি মেনে চলে না। কারণ তাদের কাছে ইসলাম ধংসাত্মক নয়। তবে ইসলামি জঙ্গিরা সেই ধংসাত্মক নীতি মেনে চলে। ইসলাম ধর্ম ও মুসলিম সম্প্রদায়কে আলাদাভাবে দেখতে চান বাংলাদেশি লেখিকা।
এ প্রসঙ্গে তার মন্তব্য, “আমি যখন ইসলামের সমালোচনা করি মানুষ মনে করে আমি মুসলিমের সমালোচনা করছি। ইসলাম একটি ধর্ম, আর মুসলিম একটি সম্প্রদায়। মুসলিমরা ভাল মানেই ইসলামধর্ম ভাল, তা কিন্তু নয়।”
তার মতে, “যখন মুসলিম জঙ্গিদের অ্যামেরিকা হত্যা করে, আপনারা বলেন, অ্যামেরিকা মুসলিমদের মারছে। আর যখন মুসলিম জঙ্গিরা আপনার পরিবারকে হত্যা করছে তখন আপনারা তাদের সন্ত্রাসবাদী বলছেন।”
১১ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস