রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:০৩:২০

১৬০টি দেশের রাষ্ট্রপ্রধানের সামনে ভাষণ দিলেন কুলাউড়ার মনি

 ১৬০টি দেশের রাষ্ট্রপ্রধানের সামনে ভাষণ দিলেন কুলাউড়ার মনি

প্রবাস ডেস্ক :  জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে ‌‘সেভ দ্য চিলড্রেন’ সেমিনারে ভাষণ দিলেন  মৌলভীবাজারের কুলাউড়ার স্কুলছাত্রী মনি বেগম।  

জাতিসংঘের ৭০তম সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ১৬০টি দেশের রাষ্ট্রপ্রধানের সামনে বক্তব্য দেন তিনি।


গত তিন বছর ধরে বাল্যবিবাহের ভয়াবহতা এবং মা ও শিশু স্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে আসছেন মনি।

শনিবার ‘সেভ দ্যা চিলড্রেন ইন বাংলাদেশ’র ফেসবুক পেজে মনি বেগমের বক্তব্যের একটি ছবি প্রকাশ করা হয়।

প্রসঙ্গত, মনি বেগম মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ঘড়গাও গ্রামের দিনমজুর মরম মিয়ার মেয়ে।  তিনি সুলতানপুর বালিকা উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী।

বড় হয়ে মনি একজন পাইলট হতে চায়।  সাংবাদিকদের এমন আশাবাদ ব্যক্ত করেন মনি।  

মনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিশ্বের আরো ১৯ শিশু প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করবেন।  শনিবার জাতিসংঘে শান্তিতে নোবেল পাওয়া মালালা ইউসুফ জাইও একটি সেশনে বক্তব্য দেন।

এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে মনির সফরসঙ্গী হওয়ায় জেলার শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দের বন্যা বইছে।  বিষয়টি নিয়ে মনির নিজ উপজেলা কুলাউড়ার বিভিন্ন বিদ্যালয়ের ক্লাসে সরব আলোচনা চলছে।  মেয়ের এমন সাফল্যে তার মা-বাবাও গর্ববোধ করছেন।
২৭ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে