প্রবাস ডেস্ক : তুরস্কে সেনা অভ্যুত্থানে নিরাপদে আছেন সেখানে বসবাসরত বাংলাদেশিরা। এ কথা গণমাধ্যমকে জানিয়েছেন ইস্তানবুলের বাংলাদেশি কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন।
তিনি বলেছেন, বাংলাদেশ কমিউনিটির লোকজন নিরাপদে আছেন। তুরস্কে সেনা অভ্যুত্থানের চেষ্টা শুরু হওয়ার আধা ঘণ্টার মধ্যেই এখানকার সব বাংলাদেশিকে ই-মেইলে সতর্কবার্তা পাঠিয়েছি।
এফ এম বোরহান উদ্দিন বলেন, তারা সবাই আমাদের জবাবও দিয়েছেন। তাদের বলেছিলাম, তারা যে যেখানে অবস্থান করছেন সেখানেই যেন থাকে।
তুরস্কে বাংলাদেশের ছোট একটি কমিউনিটিতে ৪০০ জন আছেন।
১৬ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম