শুক্রবার, ২২ জুলাই, ২০১৬, ০২:০৭:২৫

মুসলমানের মনে আঘাত লাগবে না বুঝি? কবীর সুমনের প্রতি তসলিমা

মুসলমানের মনে আঘাত লাগবে না বুঝি? কবীর সুমনের প্রতি তসলিমা

প্রবাস ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের শহীদ দিবসের অনুষ্ঠান মঞ্চে ফেরেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কবীর সুমন। গত কয়েক বছর ওই মঞ্চে তাকে দেখা যায়নি। ফিরেই মুখ্যমন্ত্রী মমতার জয়গান। বললেন, ‘আজ থেকে ৩০০ বছর পরে মমতার নামে পুজো হবে।’

এতেই ক্ষেপেছেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি এক স্ট্যাটাসে লেখেন, তৃণমূলের র‌্যালিতে গতকাল মুসলমান কবীর সুমন মাথায় টুপি পরে গীত গেয়েছেন এক মহাচোর আর এক মহারানীর পক্ষে। উনি গীত ভালোই গান। তাঁর গীত শুনে বাহবা দেওয়ার গাধা যে বংগে কম নেই, তা তাঁর চেয়ে বেশি কেউ জানে না।

তসলিমা আরো বলেন, চোরের পক্ষে তাঁর চেঁচানোটা শোনার মতো ছিল! সাধে কী আর বলে চোরে চোরে মাসতুতো ভাই!

তিনি বলেন, মহারানীর নামে লোকে তিনশ বছর পর মন্দির বানাবে, পুজো দেবে-- এই হল সুমনের ভবিষ্যতবাণী। মহারানীর নামে মাজার বানিয়ে তিনশ বছর পর মুসলমানরা শিন্নি দেবে না বলে মন্দিরে পুজো দেবে বলার দরকার কী ছিল! মুসলমানের মনে আঘাত লাগবে না বুঝি?
তিনশ বছর পর পশ্চিমবংগে হিন্দুর সঙখ্যা কী দাঁড়ায় সেটা ভাবছি। হিন্দুরা সঙখ্যালঘু হয়ে যাবে না তো? মন্দির বানাবার সাহস টাহস থাকবে?
২২ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে