শামছুজ্জামান নাঈম, মালয়েশিয়া : মাহশা ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং বিভাগের নতুন শিক্ষার্থীদের নবীন বরণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সাউজানা পুত্রায় মাহশা ইউনিভার্সিটির হলরুমে মাহশা ইঞ্জিনিয়ারিং এ্যাসোসিয়েশন আয়োজন করে এ নবীন বরণ ও ঈদ পুনর্মিলনের।
মাহশা ইঞ্জিনিয়ারিং এ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল শারিফুল ইসলাম ও কোষাধাক্ষ নাইচিত্রা জ্যোতির যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন অধ্যাপক খাইরুল সালেহ।
অনুষ্ঠানে সৌদি আরব, ইরাক, ইয়েমেন, বাংলাদেশ, নাইজেরিয়া, পাকিস্তান, মৌরিশাস, মালয়েশিয়া, ফিলিপাইন, মালী, সুদানসহ কয়েকটি দেশের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।
নাচ, গান, মডেলিং ও বক্তৃতায় পুরো অনুষ্ঠান মাতিয়ে রাখেন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে আগতদের পরিবেশন করা হয় মালয়েশিয়ান খাবার। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
সংগঠন গুছানো ও অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনার জন্য মাহশা ইঞ্জিনিয়ারিং এ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল শারিফুল ইসলামকে ডিন এর পক্ষথেকে বিশেষ পুরস্কার দেয়া হয়।
ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক মাথি, ইলেক্ট্রনিক্স বিভাগের সহকারি অধ্যাপক মিস নূর আলিজা, সহকারি অধ্যাপক ইঞ্জিনিয়ার মোহাম্মদ, যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. নুরুল আইন, অধ্যাপক ড. নাদিয়া, তড়িৎ কৌশল বিভাগের সহকারি অধ্যাপক কাশিরাজান, সহকারি অধ্যাপক সিতি মাদিয়াহ, ম্যাকানিক্যাল বিভাগের অধ্যাপক ড. শিভা, মেডিক্যাল ইলেক্ট্রনিক বিভাগের সহকারি অধ্যাপক নিক, এডমিন মিস নাবিলা ও সভাপতি মোহাম্মদ শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
২৩ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই