রবিবার, ২৪ জুলাই, ২০১৬, ০৯:২৯:০৮

সৌদিতে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা

সৌদিতে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা

প্রবাস ডেস্ক : সৌদি আরবে কবির হোসেন (৪০) নামে এক বাংলাদেশি নির্মাণ শ্রমিককে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

গত ১৮ জুলাই রাত ৯টার দিকে সৌদি আরবের আবাহা মাহাইল এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয় বলে রোববার গণমাধ্যমকে জানিয়েছে নিহতের পরিবার।

নিহত কবির হোসেনের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলা কোনাখালী ইউনিয়নের পুরুত্যাখালী এলাকায়।

কবির হোসেনের ছোট ভাই আবদুল গফুর জানান, সৌদি আরব থেকে পেকুয়ার উপজেলার সদর ইউনিয়নের মোরার পাড়ার মো. বাবুল ফোন করে তাদের জানিয়েছেন, কবির হোসেন সৌদি আরবের আবাহা মাহাইল এলাকায় নির্মাণে শ্রমিকের কাজ করতো।  

তিনি জানান, সেখানে নির্মাণাধীন ভবনের মালিকের (নাম পাওয়া যায়নি) সঙ্গে পারিশ্রমিকের পাওনা নিয়ে কথাকাথাটি হয়।  এর একপর্যায়ে ওই সৌদি নাগরিক পিস্তল দিয়ে গুলি করে তাকে হত্যা করে।

মো. বাবুল জানান, কবির হোসেনের লাশ মাহাইলের একটি হাসপাতালে পড়ে আছে।  এখন পর্যন্ত এ হত্যাকাণ্ডের কোনো তদন্ত হয়নি।

কবির হোসেনের স্ত্রী ছেনোয়ারা বেগম জানান, তার স্বামীকে যে ভবনে হত্যা করা হয়েছে, সেখানে কাউকে যেতে দেয়া হচ্ছে না।  তার স্বামীর হত্যাকাণ্ডের বিষয়ে কোনো তদন্ত হয়নি।  লাশও ফেরত দিচ্ছে না।

কবির হোসেন মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের সিকদার পাড়ার মুফিজুর রহমানের ছেলে মঞ্জুর আলমের (ঠিকাদার) অধীনে কাজ করতো। কবির হোসেন মারা যাওয়ার পর মঞ্জুর আলম পালিয়ে যান।

জানা গেছে, নিহত কবির হোসেন গত ১৫-১৬ বছর ধরে সৌদি আরবের আবাহা এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন।
 ২৪ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে