প্রবাস ডেস্ক : এই প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে ভবিষ্যত সৈনিক হওয়ার গৌরব অর্জন করলেন রায়না জেড মাসুদ। সোমবার দিবাগত রাতে রায়নার মা করবী মিজান রিভি নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানান।
এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, Yes! She made it. My brave little daughter Raina Z. Masud became the first female Bangladeshi-American future soldier of us army today. She`s going to join her training in Fort Jackson, South Carolina from tomorrow. After the basic physical training she will be a us army soldier. She`s gonna pursue her college as a soldier too.
I am so proud of her. Allah is very kind. I must say nothing was possible without the courage & support of Raisa Nawar and my friend and sister Naima Haider. And also Shahrear Ali Sylvia Ahmed shams almas rahman Arman Nammu Nusrat Hasan Khan & Ivy Rahmanapa.
Mission accomplished! But চোখের পানি বাঁধ মানে না!
Congratulations my sweet little princess raina ❤️
ঢাকার শাহীন কলেজের সাবেক ছাত্রী ছিলেন রায়নার মা করবী মিজান রিভি। এছাড়া ঢাকার গ্লোবাল মিডিয়া ও গ্লোবাল ফ্যাশানের মালিক ও চ্যানেল আই -তেও কাজ করেছেন।
২৬ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস